8 হাজার টাকা বাজেটে কোন ফোনটি ভালো? দেখে নিন Vivo Y18 এবং Vivo Y18e ফোনের তুলনা

8 হাজার টাকার রেঞ্জে যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য ভিভো দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে 8GB RAM (4GB+4GB) এবং 5,000mAh Battery সহ Vivo Y18 এবং Vivo Y18e স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন অনেকটা একইরকম হলেও ফোনদুটির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। নিচে Vivo Y18 এবং Vivo Y18e ফোনের তুলনা করে দেখানো হল, যা পড়ে ইউজাররা বুঝতে পারবেন কোন ফোনটি কেনা উচিৎ।

দামের তুলনা

Vivo Y18e ফোনের দাম

  • 4GB RAM + 64GB Storage = ₹7,999

ভারতে Vivo Y18e ফোনটি ভারতে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM এবং 64GB Storage সহ এই ফোনটির দাম 7,999 টাকা রাখা হয়েছে। এই সস্তা ভিভো ফোনটি Space Black এবং Gem Green কালারে সেল করা হবে।

Vivo Y18 ফোনের দাম

  • 4GB RAM + 64GB Storage = ₹8,999
  • 4GB RAM + 128GB Storage = ₹9,999

ভারতে Vivo Y18 ফোনটির দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 8,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 4GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেল 9,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি স্পেস ব্ল্যাক এবং জেম গ্রীন কালারে সেল করা হয়।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Vivo Y18 Vivo Y18e
ডিসপ্লে 6.56″ HD+ 90Hz Display 6.56″ HD+ 90Hz Display
প্রসেসর MediaTek Helio G85 MediaTek Helio G85
ব্যাক ক্যামেরা 13MP + 0.08MP 50MP + 0.08MP
ফ্রন্ট ক্যামেরা 5MP Selfie Camera 8MP Selfie Camera
স্টোরেজ 4GB RAM + 64GB Storage 4GB RAM + 128GB Storage
ব্যাটারি 15W 5,000mAh Battery 15W 5,000mAh Battery

 

ক্যামেরার তুলনা

ফটোগ্রাফির জন্য Vivo Y18e ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y18 ফোনের ব্যাক প্যানেলেও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা এবং f/3.0 অ্যাপার্চারযুক্ত 0.08MP সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ডিসপ্লের তুলনা

Vivo Y18e ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ স্ক্রিন রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে এবং 528 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 70% NTSC Color Saturation এবং 269PPI Pixel Density দেওয়া হয়েছে।

Vivo Y18 ফোনে 6.56-ইঞ্চির এলসিডি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1612×720 পিক্সেল রেজোলিউশন, 269ppi পিক্সেল ডেনসিটি, 90Hz রিফ্রেশ রেট, 840 নিটস ব্রাইটনেস, 83% NTSC কালার গামুট, TUV রীনল্যান্ড সার্টিফিকেশন এবং ওয়াটার ড্রপ নচ ডিজাইন রয়েছে।

স্টোরেজের তুলনা

Vivo Y18e ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 4GB extended RAM ফিচার রয়েছে, যার সাহায্যে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে। এই ফোনে 64GB Storage রয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

Vivo Y18 ফোনটিতে 4GB RAM এবং 4GB Extended RAM যোগ করা হয়েছে। ফলে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64GB ও 128GB স্টোরেজ সহ দুটো অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

প্রসেসরের তুলনা

Vivo Y18 এবং Vivo Y18e ফোনদুটি পারফরমেন্সের দিক থেকে অনেকটাই এক রকম। এই দুটি ফোন Android 14 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত দুটি এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর রয়েছে।

ব্যাটারির তুলনা

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18 এবং Vivo Y18e উভয় ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফুল চার্জ করার পর এই দুটি ফোনেই 6.8 ঘন্টা পর্যন্ত PUBG খেলা যায়। 4G Network এ এই ফোনদুটি 21 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই দিতে সক্ষম। ক্মপানির বক্তব্য অনুযায়ী Vivo Y18e ফনিত 100% চার্জ হতে 139 মিনিট সময় লাগে এবং Vivo Y18 ফোনটি 145 মিনিটে 100% চার্জ হয়ে যায়।

সিকিউরিটির তুলনা

ফোন আনলক এবং সিকিউরিটির জন্য Vivo Y18 ফোনে Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গেই Face Unlock ফিচার রয়েছে। অন্যদিকে Vivo Y18e ফোনে কোনোরকম ফিজিক্যাল সেন্সর যোগ করা হয়নি। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে শুধুমাত্র ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়া এই দুটি ফোনেই IP54 রেটিং যোগ করা হয়েছে।

Vivo Y18 এবং Vivo Y18e ফোনের পার্থক্য

এই দুটি ফোনের দামে মাত্র 1 হাজার টাকার পার্থক্য রয়েছে। লুক ও ডিজাইনের দিক থেকে এই দুটি ফোন অনেকটাই এক। ফোনদুটির প্রসেসর ও ব্যাটারিও একইরকম। তবে Vivo Y18 ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা 13 মেগাপিক্সেলের তুলনায় যথেষ্ট অ্যাডভান্স। Vivo Y18 ফোনে শক্তিশালী সিকিউরিটির জন্য ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এইসব ফিচারের কারণেই দামের তফাৎ রয়েছে। যারা বেশি ফিচার চান তাদের 1000 টাকা বেশি খরচ করতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here