এখন সস্তা স্মার্টফোন গ্রাহকরাও খেলতে পারবে BGMI, খুব শীঘ্রই আসতে পারে BGMI Lite

কিছু দিন আগে মোবাইল গেমারদের খুশী করে ইন্ডিয়াতে PUBG Mobile এর রিপ্লেস করে Battlegrounds Mobile India লঞ্চ করেছিল। আবার BGMI এর লঞ্চের পরে গেমাররা BGMI Lite ও চাইছে। কারন এরকম বহু প্লেয়ার ছিলো যারা কম বাজেটের ফোনে PUBG Mobile Lite খেলতো। অথচ এই সম্বন্ধে গেমের ডেভলপাররা আপাতত কিছুই জানায়নি। কিন্তু লিক রিপোর্ট অনুযায়ী BGMI এর লাইট ভার্সনটি খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে। অথচ এখনো BGMI Lite এর লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ‍্য‌ই সামনে আসেনি।

BGMI lite

আশা করা হচ্ছে যে PUBG Mobile Lite এর মতোই BGMI লাইটের টোন্ড-ভার্সনটি লো-এন্ড স্মার্টফোন গুলির জন্য আনা হবে। অর্থাৎ এটি পরিস্কার যে সেইসব মোবাইল গেমাররাও এই গেমের আনন্দ নিতে পারবে যাদের কাছে লো-এন্ড স্মার্টফোন অর্থাৎ হালকা হার্ডওয়্যার ফিচারের স্মার্টফোন আছে। এইসব স্মার্টফোনে BFMI খেলা সহজ না কারন BGMI একটি হেভি গ্রাফিক্সের গেম।

একটি রিপোর্ট অনুযায়ী অভিজিৎ অন্ধারে নিজের ইন্সটাগ্রামে জানিয়েছেন যে, যখন দেশে ব‍্যাটেল রয়াল গেম PUBG এর উপরে প্রতিবন্ধকতা লেগে গিয়েছিল, তারপরে এক বছরের বেশি অপেক্ষা করার পরে গেমারদের জন্য বড়ো একটি খবর এসেছে। তিনি জানিয়েছেন যে বিজিএম‌আই লাইট লঞ্চ হ‌ওয়ার সম্ভাবনা আছে। এটি সময় সাপেক্ষ কিন্তু আসবে। এই তথ্যটি এই প্লেয়ারে‌র ইন্সটাগ্রাম স্টোরির মাধ্যমে সামনে এসেছে।

প্রত‍্যেক মাসে ব‍্যান হচ্ছে প্রায় লক্ষাধিক ইউজার

বলে দিই যে এটি প্রথম বার না যখন BGMI Game টির জন্য Krafton নিজের ইউজারদের ব‍্যান করেছে। এর আগে সেপ্টেম্বর মাসেই 10 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরে‌র মাঝে কোম্পানি 59,247 টি একাউন্ট পারমানেন্ট ব‍্যান করেছিল। এই একাউন্ট গুলি চিটিং এবং হ‍্যাকিং সহ অন‍্যান‍্য অপ্রীতিকর কাজ করছিল যা গেমের নিয়মের বিরুদ্ধে নিজের অ্যাক্টিভিটি করছিল। এই ভাবেই ব‍্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া 20 আগস্ট থেকে 26 আগস্টে‌র মাঝে 1,95,423 টি একাউন্ট ব‍্যান করেছে।

BGMI এর টিম নিজের গেম প্লেকে কোনো মতেই খারাপ করতে চায় না। গেম ডেভলপারদের অনুযায়ী তাদের টিম প্রতিনিয়ত খেয়ার রাখছে যাতে হ‍্যাকিং বা চিটিঙের মতো কোনো সমস্যা যাতে গেম খেলার সময় না হয়। স্থায়ী ভাবে এই একাউন্ট গুলি ব‍্যান করে BGMI এর ডেভলপাররা আবারো প্রমাণ করে দিলো যে তারা তাদের গেম প্ল‍্যাটফর্মটিকে সুরক্ষিত রাখতে চায়। বলে দিই যে কোম্পানি নিজের ওয়েবসাইটে জানিয়েছে যে প্লেয়ারদের কোন কোন কথা মাথায় রেখে গেমটি খেলতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here