80 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের ক্ষমতা সহ ভারতে লঞ্চ হল boAt Rockerz 650 Pro, জেনে নিন দাম এবং ফিচার

ভারতীয় অডিও ব্র্যান্ড boAt দেশের বাজারে boAt Rockerz 650 Pro নামের নতুন ওয়্যারলেস হেডফোন লঞ্চ করেছে। Rockerz 650 Pro হেডফোনে AI-পাওয়ার্ড Environmental Noise Cancellation (AI-ENx) ফিচার দেওয়া হয়েছে। এই নতুন হেডফোন boAt Rockerz 551 ANC Pro এবং boAt Rockerz 551 ANC সিরিজে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি এই দুটি হেডফোনে Active Noise Cancellation (ANC) ফিচার দেওয়া হয়েছে।

boAt Rockerz 650 Pro হেডফোনের দাম

  • ভারতে boAt Rockerz 650 Pro হেডফোন 2,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • এই হেডফোন ব্ল্যাক, সেজ গ্রীন এবং স্টারি নাইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • এই ডিভাইস Flipkart, Amazon, Myntra এবং ভারতের বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

boAt Rockerz 650 Pro হেডফোনের ফিচার

  • boAt Rockerz 650 Pro হেডফোনে Dolby Audio সাপোর্টেড 40mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই কম্বিনেশনের দৌলতে হেডফোনে সারাউন্ড সাউন্ড এক্সপেরিয়েন্স এবং দারুণ বেস পাওয়া যাবে।
  • এই হেডফোনে টাচ এবং সোয়াইপ কন্ট্রোল রয়েছে। এর সাহায্যে মিউজিক ও কল মানেজ, boAt সিগনেচার সাউন্ড ও Dolby Audio এর মধ্যে সুইচ করা এবং কানেক্টেড ডিভাইসের ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ইন্টারেক্ট করা যায়।
  • আগি বলা হয়েছে এতে AI-ENx ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে গেমিঙের জন্য ডেডিকেটেড Beast Mode রয়েছে। এই মোড অ্যাক্টিভেট করলে হেডফোনে 60ms লো লেটেন্সি পাওয়া যায়।
  • কানেক্টিভিটির জন্য boAt Rockerz 650 Pro হেডফোনে ব্লুটুথ এবং AUX পোর্ট যোগ করা হয়েছে।
  • এই হেডফোন মাল্টি ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করে, যার ফলে এটি ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো একাধিক ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যায় এবং আহজেই সেগুলির মধ্যে সুইচ করা যায়।
  • boAt এর তরফ থেকে জানানো হয়েছে এই হেডফোনে 80 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায় এবং মাত্র 1 ঘন্টার মধ্যে এটি ফুল চার্জ হয়ে যায়।
  • এই হেডফোন ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে, যার ফলে মাত্র 10 মিনিট চার্জ করে এতে 10 ঘন্টা প্লেব্যাক উপভোগ করা যায়।
  • boAt Rockerz 650 Pro হেডফোন boAt Hearables অ্যাপের সঙ্গে কম্প্যাটিবল। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা EQ, ANC এবং টাচ বেসড কন্ট্রোল অ্যাক্সেস করতে পারে এবং ইউজারদের পছন্দ অনুযায়ী অডিও কাস্টমাইজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here