মাত্র 1,299 টাকা দামে লঞ্চ হল 15 দিনের ব্যাটারি লাইফ সহ Smartwatch, জেনে নিন ডিটেইল

boAt ভারতে তাদের Storm Infinity স্মার্টওয়াচ লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে এতে 15 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই স্মার্টওয়াচটি অন্যান্য স্মার্টওয়াচের থেকে চার গুণ বেশি ব্যাটারি লাইফ দেবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 1.83 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টওয়াচের দাম এবং বিভিন্ন ফিচার ডিটেইলস সম্পর্কে।

boAt Storm Infinity এর ভারতীয় দাম ও সেল

  • boAt Storm Infinity ওয়াচের দাম 1,299 টাকা রাখা হয়েছে। অফার হিসেবে 100 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • এই স্মার্টওয়াচটি Active Black, Cherry Blossom, Brown, Deep Blue, Jade Gold, Silver Mist, Sports Black, এবং Sports Green কালার অপশনে সেল করা হবে।
  • Amazon, Flipkart, boAt এর ওয়েবসাইট এবং সিলেক্টেড অনলাইন স্টোরের মাধ্যমে boAt Storm Infinity স্মার্টওয়াচটি সেল করা হবে।

boAt Storm Infinity এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে: boAt স্মার্টওয়াচটিতে 240×284 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 1.83 HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচটি 550 নিটস ব্রাইটনেস এবং Wake Gesture ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এই ফিচারের সাহায্যে শুধুমাত্র হাত ঘুরিয়ে অন স্ক্রিন দেখা যাবে।

ব্যাটারি: boAt Storm Infinity স্মার্টওয়াচটিতে 550mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে এতে 15 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই স্মার্টওয়াচটিতে ‘ASAP ফাস্ট চার্জিং’ সাপোর্ট করে, ফলে মাত্র 60 মিনিটে 100% পর্যন্ত চার্জ হয়ে যাবে।

ব্লুটুথ: এই স্মার্টওয়াচটি ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয় এবং এতে অ্যাডভান্স ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। এতে ইন্টারেক্টিভ ডায়াল প্যাড এবং 10 টি অনবোর্ড কন্টাক্ট করার সুবিধা দেওয়া হয়েছে, ফলে শুধুমাত্র একটি ট্যাপে কল করা যাবে।

অন্যান্য ফিচার: এই স্মার্টওয়াচটিতে ধুলো, ঘাম এবং জলের ছিটে থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং রয়েছে। এই ওয়াচটিতে ইমারজেন্সি SOS অ্যালার্ট সিস্টেম, ফাংশনাল ক্রাউন UI স্ক্রোল করার জন্য এবং Find My Device ফিচার রয়েছে, এর মাধ্যমে হারিয়ে যাওয়া স্মার্টওয়াচ সহজেই খুঁজে পাওয়া যাবে। এই স্মার্টওয়াচটিতে ইন-বিল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট, নোটিফিকেশন অ্যালার্ট এবং কুইক রিপ্লাইয়ের মতো ফিচারও সাপোর্ট করে। এছাড়া এতে অ্যালার্ম, স্টপওয়াচ, ওয়েদার আপডেট, ফ্ল্যাশলাইট, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোলের মতো বিভিন্ন ফিচারও দেওয়া হয়েছে।

হেলথ ফিচার: এই স্মার্টওয়াচে হার্ট রেট ও SpO2 সেন্সর, ঘুম ও স্ট্রেস ট্র্যাকিং, মাসিক চক্র ট্র্যাকিং, গাইডেড ব্রিদিং এক্সারসাইজ, 100+ স্পোর্টস মোড, স্টেপ কাউন্টার এবং ক্যালোরি বার্ন ট্র্যাকার রয়েছে। এছাড়া বসে থাকার এবং জল খাওয়ার রিমাইন্ডার পাওয়া যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here