এক কোটির চেয়েও বেশি Redmi Note 7 সিরিজ বেচে শাওমি গড়লো দুর্দান্ত রেকর্ড

শাওমি বর্তমানে ভারতের এক নাম্বার স্মার্টফোন ব্র‍্যান্ড। কোম্পানির লঞ্চ করা প্রতিটি ফোন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং ফোনগুলি কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কিছু দিন আগে কোম্পানি ভারতে Redmi Note 7 এবং Redmi Note 7 Pro লঞ্চ করেছে। দুটি ফোন‌ই ভারতের স্মার্টফোন ইউজারদের অন‍্যতম বড়ো আকর্ষণ হয়ে দাঁড়ায়। এই Redmi Note 7 সিরিজের স্মার্টফোন শুধু ভারতেই নয়, চীনসহ গোটা বিশ্বে ফোনগুলি এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে যে শাওমি একটি নতুন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে।

আগামী মাসে লঞ্চ হতে পারে Samsung Galaxy M40, দাম 25,000 টাকার কাছাকাছি

শাওমি Redmi Note 7 সিরিজ গ্লোবাল মঞ্চে অত‍্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই সিরিজে লঞ্চ হ‌ওয়া স্মার্টফোনগুলি সম্পর্কে স্বয়ং কোম্পানির কোফাউন্ডার লেই জুন বলেন এই সিরিজের 10 মিলিয়ন অর্থাৎ এক কোটিরও বেশি ইউনিট স্মার্টফোন বিক্রি করে কোম্পানি নতুন রেকর্ড তৈরি করেছে। চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্ট শেয়ার করে তিনি বলেন Redmi Note 7 সিরিজের এই বিরাট সংখ্যা ছুতে মাত্র 129 দিন সময় লেগেছে।

গতকাল কোম্পানি চীনে একটি ইভেন্টের মঞ্চে কোম্পানির একটি নতুন স্মার্টফোন সিরিজ Redmi K লঞ্চ করেছে। এই সিরিজে কোম্পানি Redmi K20 ও Redmi K20 Pro লঞ্চ করেছে। এই নতুন সিরিজ সম্পর্কে জুন বলেন “Redmi Note 7 সিরিজের জনপ্রিয়তা আমরা সবাই দেখেছি। এবার দেখার বিষয় হলো কোম্পানির এই হাই রেঞ্জ সিরিজ কতটা জনপ্রিয়তা লাভ করে।” প্রসঙ্গত কোম্পানি শুধুমাত্র ভারতে 2 মাসের মধ্যে Redmi Note 7 ও Redmi Note 7 Pro এর 20 লক্ষের‌ও বেশি ইউনিটবিক্রি করেছে।

Google Pixel 3 XL এ পাওয়া যাচ্ছে 28,000 টাকার ছাড়, জেনে নিন কিভাবে পাবেন

Redmi Note 7 Pro স্পেসিফিকেশন
এই ফোনের সবচেয়ে বড়ো বিশেষত্ব এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ। এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ এআই টেকনিকের সঙ্গে পেশ করেছে যা নিজে থেকে লাইট, নয়েস ও ব্রাইটনেস অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক্লিক করতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Redmi Note 7 Pro অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 612 জিপিইউ আছে। Redmi Note 7 Pro দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

গেমিং লাভারদের জন্য চলে এলো Black Shark 2, জেনে নিন ফোনটির দাম ও ফিচার

Redmi Note 7 Pro 4জি ভোএলটিইর সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। এই ফোনে মিউজিকের জন্য 3.5 অডিও জ‍্যাক আছে এবং এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 7 Pro তে কুইক চার্জ সাপোর্টেড 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি নেবুলা রেড, নেপচুন ব্লু ও স্পেস ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Redmi Note 7 স্পেসিফিকেশন
এই ফোনটি স্টাইল, ডিজাইন ও ডিসপ্লের দিক থেকে হুবহু রেডমি নোট 7 প্রোর মতোই। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে রেডমি নোট 7 এ প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেটআপ আছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এলইডি ফ্ল‍্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেলের স‍্যামসাং প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

দাম কমলো Samsung Galaxy A50 এর, জেনে নিন নতুন দাম

সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। রেডমি নোট 7 এ পাওয়ার ব‍্যাকআপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি রুবি রেড, ব্ল‍্যাক ও সাফায়ার ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। রেডমি নোট 7 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here