বেঙ্গালুরু বেস্ড স্মার্ট মোবিলিটি কোম্পানি Bounce আজকে ভারতীয় বাজারে নিজের নতুন এবং প্রথম ইলেকট্রিক স্কুটার (Bounce Infinity Electric Scooter) লঞ্চ করেছে। Bounce নিজের প্রথম ইলেকট্রিক স্কুটারটিকে Bounce Infinity নামে ইন্ডিয়ান মার্কেটে পেশ করেছে। এই ‘মেড ইন ইন্ডিয়া’ এডভান্স স্কুটারে ইন্টেলিজেন্ট ফিচার দেওয়া হয়েছে। বাউন্স কোম্পানি ডিসেম্বরের মাঝের দিকে ইলেকট্রিক স্কুটারের জন্য টেস্ট রাইড শুরু করবে, ডেলিভারি আগামী বছরের মার্চ মাস থেকে শুরু করা হবে। ইনফিনিটি ইলেকট্রিক স্কুটারটিকে পাঁচটি কালার অপশনে পেশ করা হয়েছে। আসুন এই আর্টিকেলে এই স্কুটারের দাম এবং ফিচার সম্পর্কে সম্পূর্ণ জেনে নিই।
ব্যাটারী ছাড়া কিনুন ইলেকট্রিক স্কুটার
আসলে নতুন ইনফিনিটি ইলেকট্রিক স্কুটারটিকে অল্টারনেটিভ ব্যাটারীর সাথে পেশ ভারতীয় বাজারের প্রথম স্কুটার। বাউন্স ইনফিনিটি ই-স্কুটারটিকে ‘ব্যাটারী এজ এ সার্ভিস’ অপশনের সাথে পেশ করেছে যা গ্রাহকদের ব্যাটারী ছাড়া বাহন কেনার অনুমতি প্রদান করে। এই পদক্ষেপের ফলে ভারতীয় স্কুটারের মার্কেটে আগে থেকে থাকা Bajaj Chetak Electric, TVS iQube এবং Ather 450X Electric Scooter এর সাথে কড়া প্রতিযোগিতা হবে।
রেঞ্জ এবং টপ স্পীড
বাউন্স ইনফিনিটিকে 2 কিলোওয়াট-ঘন্টার লিথিয়াম-আয়ওন ব্যাটারী যুক্ত করা হয়েছে। এই স্কুটারটি ফুল চার্জ করলে 85 কিমির রেঞ্জ প্রদান করে। এই ই-স্কুটারের টপ স্পীড 65kmph। এই স্কুটারে একটি ড্র্যাগ মোড দেওয়া হয়েছে যা উপভোক্তাদের স্কুটার পাঞ্চার হলে গাড়িটিকে চালাতে সাহায্য করবে। নতুন ইনফিনিটি স্কুটারের দুটি চাকায় 12-ইঞ্চির চাকা দেওয়া হয়েছে এবং এর সাথেই এই স্কুটারে ভালো স্টপিং পাওয়ারের জন্য ফ্রন্ট আর রেয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
ব্যাটারী সোয়াপিং কি?
এখন আপনি যদি ভাবেন যে ব্যাটারী সোয়াপিং কি তাহলে আপনাকে বলে দিই যে এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা বারবার গাড়ি চার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবে। ইউজাররা নিজের গাড়িতে দেওয়া ব্যাটারী ছাড়াও অ্যাডিশনাল ব্যাটারীও রাখতে পারবে এবং প্রয়োজন হলে খুব সহজেই স্কুটারের ব্যাটারী বদলাতে পারবে। সাধারণত যেকোনো ইলেকট্রিক বাহনের ব্যাটারী চার্জ হতে কয়েক ঘন্টা সময় লাগে, এমতাবস্থায় ব্যাটারী সোয়াপিং অপশনটি খুবই ভালো।
Bounce Infinity Electric Scooter Price
ইভি স্টার্টআপ বাউন্স বৃহস্পতিবার ভারতীয় বাজারে ব্যাটারী এবং চার্জার সহ 68,999 টাকায় নতুন ইনফিনিটি ইলেকট্রিক স্কুটারটিকে লঞ্চ করার ঘোষণা করেছে। আবার এই স্কুটারটিকে ব্যাটারী ছাড়া 36,000 টাকা দামে পেশ করা হয়েছে। উপরে যে দাম গুলি বলা হয়েছে সেগুলি দিল্লির এক্স-শোরুম প্রাইস। এই স্কুটারের দাম প্রত্যেক রাজ্যে আলাদা। কোম্পানি নিজের এই নতুন ব্যাটারী চালিত স্কুটারটিকে শুরুতে 499 টাকা টোকন মানি দিয়ে বুক করা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন