Airtel vs BSNL: জেনে নিন 365 দিন পর্যন্ত ভ‍্যালিডিটি, ডেটা, কলিং এবং আরও অনেক কিছুসহ কোন কোম্পানির প্ল‍্যানটি বেস্ট

ভারতীয় টেলিকম সেক্টরের প্রাইভেট কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য কিছু দিন আগে দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL গোটা বছরের ভ‍্যালিডিটি সম্পন্ন একটি প্ল‍্যান লঞ্চ করেছিল। কোম্পানি এই প্ল‍্যানটির দাম রেখেছে 1,498 টাকা। এই এক বছরের প্রিপেইড প্ল‍্যানে ইউজারদের সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে প্রচুর পরিমাণে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেয়। এদিকে এই এক‌ই দামে Airtel ও একটি প্ল‍্যান পেশ করে রেখেছে। তাই আজ আমরা BSNL এবং Airtel এর 1,498 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান দুটির তুলনা করতে চলেছি। এই আর্টিকলটি পড়ে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোন কোম্পানির প্ল‍্যানটি বেশি লাভজনক। 

BSNL এর 1,498 টাকা দামের প্ল‍্যান

  • BSNL এর এই 1,498 টাকা দামের প্ল‍্যানে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়।
  • হাই স্পীড ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পীড কমে 40Kbps হয়ে যায়।
  • জানিয়ে রাখি এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 365 দিন।
  • অন‍্যান‍্য সুবিধার পাশাপাশি গ্ৰাহকরা এই প্ল‍্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করতে পারবেন।

Airtel এর 1,498 টাকা দামের প্ল‍্যান

  • Airtel এর 1,498 টাকা দামের প্ল‍্যানে মোট 24GB ডেটা পাওয়া যায়।
  • এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 365 দিন এবং প্ল‍্যানটির সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 3600 SMS দেওয়া হয়।
  • এই প্ল‍্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়।
  • এছাড়াও এই প্ল‍্যানের সঙ্গে Airtel XStream Premium, Free Hellotunes, Wynk Music এবং online classes এর সুবিধা পাওয়া যায়।

বৃদ্ধি পেয়েছে সাবস্ক্রাইবারদের সংখ্যা

এই বছর অর্থাৎ 2021 সালের জুন মাসের শেষে মোট ওয়‍্যারলেস সাবস্ক্রাইবারদের সংখ্যা 1,180.83 মিলিয়ন হয়ে গেছে। জুন মাসে সাবস্ক্রাইবার সংখ‍্যায় 0.34 শতাংশ মান্থলি গ্ৰোথ রেট লক্ষ‍্য করা যায়। উল্লেখ্য গ্ৰামীণ এলাকায় ওয়‍্যারলেস সাবস্ক্রিপশন হ্রাস পেয়েছে। 2021 সালের মে মাসে এই সংখ্যা ছিল 535.54 মিলিয়ন, যা জুন মাসে কমে 535.36 মিলিয়ন হয়ে গেছে।

রাজ করছে BSNL এবং MTNL 

জানিয়ে রাখি ওয়‍্যারলাইন মার্কেটে সরকারি টেলিকম কোম্পানি BSNL ও MTNL এর প্রতিপত্তি দেখা গেছে। এই সেগমেন্টে এদের অংশিদারী ছিল 47.60 শতাংশ। এছাড়া ওয়‍্যারলেস সাবস্ক্রাইবার মার্কেটে প্রাইভেট কোম্পানিগুলির পরিস্থিতি উল্লেখযোগ্য। মিলিতভাবে এদের অংশিদারী রয়েছে 89.95 শতাংশ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here