2025 সালে লঞ্চ হতে পারে BSNL 5G সার্ভিস : রিপোর্ট

ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL শীঘ্রই তাদের 4G সার্ভিস লঞ্চ করবে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে তাদের 5G পরিষেবার লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। যদি সময় মতো BSNL 5G সার্ভিস লাইভ করে দেওয়া হয় তবে 5G ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে জিও এবং এয়ারটেলের প্রতিপত্তি কিছুটা কমে যেতে পারে। জানিয়ে রাখি বর্তমানে ভারতে শুধুমাত্র Airtel এবং Jio এর পক্ষ থেকেই 5G সার্ভিস দেওয়া হচ্ছে।

BSNL 5G লঞ্চ টাইমলাইন (লিক)

রিপোর্ট অনুযায়ী 2024 সালে BSNL তাদের 4G সার্ভিসের পরিধি বাড়ানোয় ফোকাস করবে। কোম্পানির পক্ষ থেকে কমপক্ষে 100,000 বেস ট্রান্সরিসিভার স্টেশন (BTS) বসান হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে পাঞ্জাব এবং হরিয়ানাতে প্রায় 2,000 BTS বসান হয়ে গেছে। অন্যদিকে 2025 সালে BSNL 5G সার্ভিস লঞ্চ করা হবে।

ইম্প্রুভ হবে BSNL নেটওয়ার্ক

রিপোর্ট অনুযায়ী BSNL এর পক্ষ থেকে দিল্লি ও মুম্বাইতে নেটওয়ার্ক কোয়ালিটির উন্নতিতে জোর দেওয়া হচ্ছে। কোম্পানি তাদের ব্যান্ডউইড্থ এবং নেটওয়ার্ক কোয়ালিটির উন্নতি নিয়ে কাজ করছে। এই বছরের শেষ পর্যন্ত কোম্পানি গোটা দেশে তাদের 4G সার্ভিস রোলআউট করে দেওয়া হবে। এরপর নেটওয়ার্কের আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

ক্ষতির মুখে BSNL

জানিয়ে রাখি 5G সার্ভিসের অনুপস্থিতিতে BSNL দীর্ঘদিন ধরেই ইউজার হারিয়ে চলেছে। গত অক্টোবর মাসে কোম্পানির প্রায় 636,830 ইউজার কমে গেছে। ফলে কোম্পানির মোট ইউজার বেস কমে 92,869,283 হয়ে গেছে। TRAI এর রিপোর্ট অনুযায়ী এটি কোম্পানির একটি বড় সেটব্যাক হতে পারে।

রাজ্য পরিচালিত টেলিকম অপারেটর এই এসটিটিসি পাঠক্রম স্নচালন করার জন্য ত্রিচি, চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই এবং নাগেরকোইল এইউ সার্কেলে ল্যাবরেটরি তৈরি করবে। এছাড়া এই সবকটি সার্কেলে BSNL তাদের 4জি এবং 5জি নেটওয়ার্ক পেশ করবে। টেলিকম কোম্পানির পক্ষ থেকে হাই স্পীড নেটওয়ার্ক দেওয়ার জন্য তাদের ঘরোয়া টেকনোলজি ব্যাবহার করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here