BSNL এর এই রিচার্জ প্ল‍্যানগুলির সামনে নিরুপায় Jio, পাওয়া যাবে 600GB পর্যন্ত ডেটা এবং ফ্রি কলিং

সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর কাছে এমন বহু প্রিপেইড প্ল‍্যান আছে, যেই রিচার্জ গুলিতে বহু সুবিধা পাওয়া যায়। BSNL এর এই রিচার্জ গুলির মধ্যে কিছু রিচার্জে দীর্ঘ ভ‍্যালিডিটি‌ও পাওয়া যায় এবং এই রিচার্জ গুলির সামনে নিরুপায় প্রাইভেট টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea। এর সাথেই BSNL এর লং-টার্ম প্ল‍্যান গুলিতে 2GB পর্যন্ত ডেটা অফার‌ সহ আনলিমিটেড কলিঙের সুবিধা‌ও পাওয়া যায়। এমতাবস্থায় ইউজাররা নিজের প্রয়োজন অনুযায়ী BSNL এর প্রিপেইড প্ল‍্যানের নির্বাচন করতে পারবে। এই সমস্ত প্ল‍্যান গুলিতে ভিন্ন দাম সহ ভ‍্যালিডিটি এবং ডেটার সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: Jio আবারও হতাশ করল কোম্পানির গ্রাহকদের, চুপিসারে বন্ধ করে দিল সবচেয়ে সস্তা রিচার্জ‌ প্ল্যান

BSNL এর 397 টাকার প্ল‍্যান

সর্বপ্রথম BSNL এর 397 টাকার প্রিপেইড প্ল‍্যানের কথা বলা হলে এই প্ল‍্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS সহ ফ্রি রিংটোনের সুবিধা পাওয়া যাবে। এর সাথেই এই রিচার্জে 300-দিনের ভ‍্যালিডিটি সহ 30 দিনের সুবিধা পাওয়া যাবে। এই দামে এত সুবিধার সাথে এতদিনে‌র ভ‍্যালিডিটি অন‍্য কোন কোম্পানির কোন প্ল‍্যানে পাওয়া যাবে না।

BSNL এর 1498 টাকার প্ল‍্যান

1,498 টাকার BSNL এর প্রিপেইড রিচার্জ প্ল‍্যানটিকে Data Voucher STV রূপে নিয়ে আসা হয়েছে। এই প্ল‍্যানটিকে কোম্পানি গ্রাহকদের ডেটার চাহিদার কথা মাথায় রেখে পেশ করেছে। এই প্ল‍্যানটিতে গ্রাহকরা 365 দিনের জন্য ডেলি 2জিবি হাই-স্পীড ডেটা পাবে। ডেলি 2 জিবি ডেটা কোটা শেষ হ‌ওয়ার পরে ইন্টারনেট স্পীড কমে 40kbps হয়ে যাবে।

আরও পড়ুন: টেক মঞ্চে চলে এসেছে Tecno এর প্রথম 5G Phone, এই স্মার্টফোনে পাওয়া যাবে 50MP Camera সহ 6,000mAh Battery এবং 11GB RAM

BSNL এর 1499 টাকার প্ল‍্যান

BSNL নিজের কাস্টমারদের 365 দিন ভ‍্যালিডিটি‌র সাথে এই প্ল‍্যানটিকে পেশ করেছে। এই প্ল‍্যানে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 এস‌এম‌এস পাওয়া যাবে। কোম্পানির এই 1,499 টাকার এই প্ল‍্যানে সারা বছরের জন্য 24GB ডেটা পাওয়া যাবে, অর্থাৎ প্রত‍্যেক মাসে প্রায় 2জিবি ডেটা পাওয়া যাবে।

BSNL এর 1999 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানটির কথা বলা হলে এই প্ল‍্যানে মোট 100GB এডিশনাল ডেটা 500GB রেগুলার ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটিকে 90 দিন পরে রিচার্জ করানো গ্রাহকদের জন্য নিয়মিত করে দেওয়া হয়েছে। এর পরে থেকে স্পীড কমে 80 kbps হয়ে যায়। এই প্ল‍্যানটিতে FUP লিমিট ছাড়াই সমস্ত নেট‌ওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে। এর সাথেই এই প্ল‍্যানে প্রতিদিন 100 SMS সহ আনলিমিটেড সং চেঞ্জের অপশনের সাথেই ফ্রি PRBT পাওয়া যাবে। এই প্ল‍্যানটিতে Lokdhun কন্টেন্টের অ্যাক্সেস‌ও পাওয়া যায়। ভ‍্যালিডিটি‌র কথা বলা হলে এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 365 দিন। এই প্ল‍্যানে সারা বছরের জন্য Eros Now এর সাবস্ক্রিপশন‌ও পাওয়া যায়।

আরও পড়ুন: সবচেয়ে মজবুত ট‍্যাবলেট লঞ্চ করল Panasonic, দাম এবং ফিচার জেনে হয়ে যাবে‌ন অবাক

BSNL এর 2399 টাকার প্ল‍্যান

কোম্পানির 2399 টাকার বার্ষিক প্রিপেইড প্ল‍্যানে 60 দিন বাড়িয়ে 425 দিনের ভ‍্যালিডিটি করে দেওয়া হয়েছে। এই প্ল‍্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যায়, কিন্তু প্রতিদিন 3GB ডেটা ব‍্যবহার করার পরে স্পীড কমে 80 Kbps হয়ে যায়। এছাড়া এই প্ল‍্যানে বিএস‌এন‌এল টিউন্স এবং ইরোজ নাও কন্টেন্টের অ্যাক্সেস‌ সহ যেকোন নেট‌ওয়ার্কে প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here