Highlights
- BSNL ইউজাররা শীঘ্রই পাবেন 4G এবং 5G পরিষেবা।
- সরকার 4G এবং 5G স্পেকট্রামের জন্য খুলল কোষ।
- বিএসএনএলের জন্য মোট 89,047 কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
BSNL 4G এবং 5G এর জন্য অপেক্ষারত ইউজারদের জন্য সুখবর রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পক্ষ থেকে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL) এর জন্য 4G এবং 5G স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। এখন শুধু কোম্পানির পক্ষ থেকে 4G/5G পরিষেবা চালু করার অপেক্ষা! এবার কোম্পানি মার্কেটে উপস্থিত অন্যতম বড় এবং প্রাইভেট কোম্পানি জিও এবং এয়ারটেলকে টক্কর দেবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চ হল 32 থেকে 75 ইঞ্চির Blaupunkt স্মার্ট টিভি, দাম শুরু মাত্র 10,888 টাকা থেকে
BSNL 4G এবং 5G স্পেকট্রাম অ্যালটমেন্ট ডিটেইলস
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর পক্ষ থেকে স্পেকট্রাম অ্যালটমেন্ট সম্পর্কে একটি প্রেস নোট জারি করা হয়েছে। প্রেস নোট অনুযায়ী অবশেষে BSNL কে বহু প্রতীক্ষিত 4G এবং 5G স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। এর জন্য BSNL এর জন্য মোট 89,047 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই নতুন অর্থরাশি পেয়ে BSNL এর মোট পুঁজি 1,50,000 কোটি টাকা থেকে বেড়ে 2,10,000 কোটি টাকা হয়েছে গেছে।
- 46,338.60 কোটি টাকার 700 মেগাহার্টস ব্যান্ডে 22 এলএসএ-তে 10 মেগাহার্টস যোগ করা হয়েছে।
- 26,184.20 কোটি টাকার 3300 মেগাহার্টস ব্যান্ডে 22 এলএসএ-তে 70 মেগাহার্টস যোগ করা হয়েছে।
- 6,564.93 কোটি টাকার 26 গিগাহার্টস ব্যান্ডে 21 এলএসএ-তে 800 মেগাহার্টস এবং 1 এলএসএ-তে 650 মেগাহার্টস যোগ করা হয়েছে।
- 9,428.620 কোটি টাকার 2500 মেগাহার্টস ব্যান্ডে 6 এলএসএ-তে 20 মেগাহার্টস এবং 2 এলএসএ-তে 10 মেগাহার্টস যোগ করা হয়েছে।
খুব তাড়াতাড়ি চালু হতে পারে BSNL 4G এবং 5জি
স্পেকট্রাম পাওয়ার পর আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি BSNL 4G এবং 5জি পরিষেবা চালু করা হতে পারে। সরকারের এই পদক্ষেপের ফলে দেশের সরকারি টেলিকম কোম্পানি মার্কেটে উপস্থিত বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে করা প্রতিযোগিতা দেবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি বিগত বেশ কিছু সময় ধরে দ্রুত গতির ইন্টারনেট এবং অন্যান্য উন্নত সার্ভিস দিতে ব্যর্থ হওয়ার কারণে BSNL কে প্রচুর সংখ্যক গ্রাহক হারাতে হয়েছে। আরও পড়ুন: Tecno এর পরবর্তী ফোল্ডেবল ফোন হিসাবে লঞ্চ হতে পারে Phantom V Flip, প্রকাশ্যে এল লিস্টিং
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন