লঞ্চ হল 32 থেকে 75 ইঞ্চির Blaupunkt স্মার্ট টিভি, দাম শুরু মাত্র 10,888 টাকা থেকে

Highlights

  • ভারতে মোট 6টি নতুন টিভি লঞ্চ করেছে Blaupunkt।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই নতুন টিভি সেল করা হবে।
  • এই নতুন স্মার্ট টিভির লিস্টে সাইবারসাউন্ড জেনারেশন 2 এর নামও রয়েছে।

ইলেকট্রনিক কোম্পানি Blaupunkt ভারতের মার্কেটে এক সঙ্গে বেশ কয়েকটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে নতুন 32-ইঞ্চির HD, 43-ইঞ্চির, 40-ইঞ্চির FHD, 50 ইঞ্চির, 65-ইঞ্চির 4K GTV এবং 75 QLED, GTV পেশ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কোম্পানির এই নতুন স্মার্ট টিভিগুলি সেল করা হবে। আগামী 9 থেকে 14 জুন পর্যন্ত ফ্লিপকার্টে আয়োজিত বিগ সেভিংস ডেজ সেলে Blaupunkt এর নতুন স্মার্ট টিভিতে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাবে। আরও পড়ুন: Tecno এর পরবর্তী ফোল্ডেবল ফোন হিসাবে লঞ্চ হতে পারে Phantom V Flip, প্রকাশ্যে এল লিস্টিং

Blaupunkt স্মার্ট টিভির দাম

  • Blaupunkt 32 inch HD (32CSG7111) এর দাম 10,888 টাকা।
  • Blaupunkt 40 inch FHD (40CSG7112) এর দাম 16,499 টাকা।
  • Blaupunkt 43 inch FHD (43CSG7105) এর দাম 18,499 টাকা।
  • Blaupunkt 50 inch 4K (GTV) (50CSGT7022) এর দাম 28,999 টাকা।
  • Blaupunkt 65 inch 4K (GTV) (65CSGT7024) এর দাম 44,444 रुটাকা।
  • Blaupunkt 75 inch QLED (75QD7040) এর দাম 99,999 টাকা।

Blaupunkt 32, 40, 43-inch টিভির ফিচার

Blaupunkt 32, 40, 43-inch Cybersound Realtek Gen 2 তে 48W Box স্পিকার দেওয়া হয়েছে। এই টিভিতে 1GB RAM এবং 8GB ROM রয়েছে। এই টিভিগুলি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে 3 HDMI এবং 2 USB পোর্ট দেওয়া হয়েছে।

50 and 65-inch Google TV মডেলের ফিচার

50 এবং 65 ইঞ্চির দুটি স্মার্ট টিভিতে 2GB RAM এবং 16 GBROM যোগ করা হয়েছে। এই টিভিগুলির সুন্দর প্রসেসিং পাওয়ার এবং স্টোরেজ ক্যাপাসিটি এগুলিকে আরও অ্যাডভান্স করে তোলে। এই টিভিতে MT9062 প্রসেসর এবং 2টি 60W Dolby অডিও স্টেরিও স্পিকার বক্স দেওয়া হয়েছে। আরও পড়ুন: বর্তমানে সিনেমাহলে কোন কোন সিনেমা চলছে, জেনে নিন ডিটেইলস

75 inch QLED টিভির ফিচার

লেটেস্ট 75 ইঞ্চির স্মার্ট টিভিতে QLED 4K ডিসপ্লের সঙ্গে 1.1 বিলিয়ন কালার, 4 ইন বিল্ট স্পিকার, 60 ওয়াটের Dolby স্টেরিও বক্স স্পিকার, HDR 10+, DTS TruSurround সাউন্ডের মতো ফিচার রয়েছে।

Blaupunkt ের এই নতুন টিভিতে নেক্সট লেভেল হাই পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এতে পার্সোনালাইজড রেকমেনডেশন, সুন্দর সাউন্ড সিস্টেম এবং অসাধারণ ভিউ এক্সপেরিয়েন্স দেওয়া হয়েছে। আরও পড়ুন: জুলাইয়ে লঞ্চ হবে নতুন Samsung Foldable ফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here