BSNL পেশ করল নতুন রিচার্জ প্ল্যান, 180 দিন ভ্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কল

ভারতের স্রক্সারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের ইউজারদের জন্য ₹750 দামের একটি নতুন প্রিপেইড প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানের সবচেয়ে বড় বিশেষত্ব প্ল্যানটির 6 মাস ভ্যালিডিটি। তবে প্রথমেই জানিয়ে রাখি এই প্ল্যানটি সমস্ত ইউজারদের জন্য প্রযোজ্য নয়। এই প্ল্যানটি কেবলমাত্র কোম্পানির GP-2 ইউজাররা রিচার্জ করতে পারবেন। জানিয়ে রাখি যেসব ইউজাররা 7 দিনেরও বেশি সময় পর্যন্ত রিচার্জ করান না তাদের GP-2 ইউজার বলা হয়। রিচার্জ শেষ হওয়ার 7 দিন থেকে 165 দিন পর পর্যন্ত ইউজারদের GP-2 ক্যাটাগরিতে রাখা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন প্ল্যানের বেনিফিট সম্পর্কে।

BSNL এর ₹750 দামের প্রিপেইড প্ল্যান

BSNL এর ₹750 দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। এতে প্রতিদিন 1GB করে ডেটা পাওয়া যায়, অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে মোট 180GB ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 SMS/দিন উপভোগ করা যায়। দৈনিক ডেটা লিমিত শেষ হয়ে যাওয়ার পর ডেটা স্পীড কমে 40Kbps হয়ে যায়।

হার মানল Airtel-Jio

জানিয়ে রাখি আজকের দিনে দাঁড়িয়ে দেশের মার্কেটে উপস্থিত এয়ারটেল ও জিওর মতো প্রাইভেট কোম্পানিগুলির কাছে এই ধরনের কোনো প্ল্যান নেই। প্রাইভেট কোম্পানিগুলির কোনো GP-কাস্টোমার ক্যাটাগরি নেই। BSNL তাদের GP ইউজারদের জন্য আরও বেশি আকর্ষণীয় প্ল্যান পেশ করে থাকে। বর্তমানে ভারতের বাজারে BSNL দ্রুত তাদের ব্যাবসার পরিধি বাড়াতে চাইছে এবং এই কারণেই কোম্পানির সমস্ত প্ল্যানের দাম মার্কেটের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই কম।

জানিয়ে রাখি BSNL এর কাছে আরও কয়েকটি ছয় মাস ভ্যালিডিটির প্ল্যান রয়েছে। অন্যদিকে কোম্পানি বর্তমানে গোটা দেশে তাদের 4G নেটওয়ার্ক কভারেজ আরও শক্তিশালী করে চলেছে। এই উদ্দেশ্যে কোম্পানির পক্ষ থেকে 1 লক্ষ নতুন টাওয়ার বসানর কাজ চলছে। এরপর BSNL 5G লঞ্চের পরিকল্পনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী BSNL ভারতে 1 লক্ষ 5G SA (স্ট্যান্ড অ্যালোন) নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here