BSNL-এর বাজিমাত! SIM কার্ড ছাড়াই ফোন থেকে পাঠানো যাবে SMS

সম্প্রতি টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের একটি নতুন সার্ভিস টেস্টিং শুরু করেছে। কোম্পানির এই নতুন সার্ভিসের পর ইউজাররা সিম কার্ড ছাড়াই ম্যাসেজ করতে পারবেন। BSNL এর সার্ভিস মূলত সেইসব ইউজারদের জন্য আনতে চলেছে, যারা প্রাকৃতিক সমস্যার মুখে পড়ে ফেঁসে যান এবং কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন না। তাই এই সার্ভিস এইসব মানুষদের জন্য অত্যন্ত সুবিধার একটি দিক হয়ে উঠবে।

স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু ডিভাইস (D2D) টেকনোলজি

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই নতুন সার্ভিস কবে লাইভ করা হবে সেই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য শেয়ার করা হয়নি। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী শীঘ্রই এই সার্ভিস লাইভ করে দেওয়া হবে। এছাড়াও এই সার্ভিস কোনো ধরনের স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু ডিভাইস

(D2D) টেকনোলজির মাধ্যমে কাজ করবে বলে মনে করা হচ্ছে। এই টেকনোলজির মাধ্যমে ইউজারদের ডিভাইস সরাসরি কোনো স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং এর ফলে সিম কার্ড ছাড়াই ম্যাসেজ (SMS) পাঠানো যাবে।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2024 ইভেন্টের মাধ্যমে সরকারি টেলিকম কোম্পানি তাদের নতুন টেকনোলজি সম্পর্কে বিস্তারিত জানিয়েছিল। ভালো কানেক্টিভিটি দেওয়ার জন্য স্যাটেলাইট এবং মোবাইল নেটওয়ার্ক যোগ করে কোম্পানি ‘ডাইরেক্ট টু ডিভাইস সার্ভিস তৈরি করেছে এবং Viasat এর সঙ্গে হাত মিলিয়ে এটি ডেভেলপ করা হচ্ছে।

IMC 2024 ইভেন্ট চলাকালীন এই নতুন সার্ভিসের ডেমো দেখানো হয়েছিল। কোম্পানি এই ট্রায়ালে একটি কমার্শিয়াল Android ফোন ব্যাবহার করেছিল। এর মাধ্যমে নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক (NTN) কানেক্টিভিটি সত্ত্বেও Viasat এর স্যাটেলাইট প্রায় 36,000 কিলোমিটার দূর পর্যন্ত SMS পাঠাতে সক্ষম হয়েছিল। এছাড়াও iPhones এবং ফ্ল্যাগশিপ Android স্মার্টফোনের স্যাটেলাইট কানেক্টিভিটির মতোই D2D এর মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য চাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here