আপনার কাছে এই SIM থাকলে পাবেন 25 শতাংশ অতিরিক্ত ডেটা, জেনে নিন অফার

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের বর্তমান ও নতুন প্ল‍্যান ভাউচারে 25 শতাংশ অ্যাডিশনাল ডেটা দেওয়ার জন্য একটি প্রমোশনাল অফার সম্পর্কে ঘোষণা করেছে। এই স্পেশাল ট‍্যারিফ ভাউচার (STV) তে ইউজারদের ডেটা প্রোভাইড করা হচ্ছে। এই অফারটি আগামী 31 অক্টোবর শেষ হয়ে যাবে। কোম্পানি ‘কাস্টমার ডিলাইট মান্থ’ এ উৎসব উদযাপন করার জন্য 25 শতাংশ অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। এটি মূলত কোম্পানির ব‍্যবসা 20 বছর পূর্ণ হ‌ওয়ার খুশিতে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: LG আনছে কোয়াড ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত K92 5G, লিক হল রেন্ডার

কোম্পানির পক্ষ থেকে এই অফার কয়েকটি সার্কেলে পেশ করা হয়েছে। বিএস‌এন‌এল তামিলনাড়ু সার্কুলার অনুযায়ী গ্ৰাহকদের বর্তমান বা নতুন ডেটা ভাউচার ও এসটিভিতে 25 শতাংশ অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। পোস্টার থেকে জানা গেছে এই অফার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী 31 অক্টোবর শেষ হবে। তামিলনাড়ু ছাড়াও এই অফার তেলেঙ্গানাতেও কার্যকর। বিএস‌এন‌এল তেলেঙ্গানা টুইট করে এই কথা জানিয়েছে।

জানিয়ে রাখি কিছু দিন আগে বিএস‌এন‌এল 200GB CS111 মান্থলি, 300GB CS112 মান্থলি এবং PUN 400GB মান্থলি নামে ব্রডব্যান্ড প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানে ইউজারদের 400 জিবি পর্যন্ত হাই স্পীড ডেটা দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী 200GB CS111 মান্থলি, 300GB CS112 মান্থলি এবং PUN 400GB মান্থলি তিনটি প্ল‍্যান‌ই পাঞ্জাব সার্কেলে কার্যকর।

আরও পড়ুন: 12GB RAM ও 6000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Asus ROG Phone 3

কোম্পানির নতুন 200 জিবি সিএস111 মান্থলি প্ল‍্যানে ইউজারদের 50 এমবিপিএস স্পীডে 200 জিবি পর্যন্ত ডেটা দেওয়া হয়। এই ডেটা শেষ হ‌ওয়ার পর ইউজাররা 4 এমবিপিএস স্পীডে ডেটা পাবেন। এই প্ল‍্যানে ভয়েস কলিঙের সুবিধা পাওয়া যায় না এবং এই প্ল‍্যানটির দাম মাসে 490 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here