BSNL প্ল‍্যানে পাওয়া যায় 425 দিন ভ‍্যালিডিটিসহ 1275GB ডেটা, Jio-Airtel এর হাতে নেই এই ধরনের কোনো প্ল‍্যান

ভারতীয় টেলিকম সেক্টরের ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL দীর্ঘদিন ধরে নতুন নতুন আকর্ষণীয় প্ল‍্যান পেশ করে চলেছে। নতুন প্ল‍্যান লঞ্চের পাশাপাশি কোম্পানি তাদের পুরোনো প্ল্যান রিভাইস করে বেশি বেনিফিট দেওয়া শুরু করেছে। এইসব প্ল‍্যানের মাধ্যমেই BSNL মার্কেটের অন‍্যান‍্য প্রাইভেট কোম্পানি যেমন Vi, Reliance Jio ও Airtel কে টেক্কা দিয়ে চলেছে। এবার কোম্পানি তাদের 1,999 টাকা দামের লং টার্ম প্রিপেইড প্ল‍্যান রিভাইস করেছে। উল্লেখ্য এই প্ল‍্যানটি খুব বেশি পুরোনো নয়। এবার পরিবর্তনের পর এই প্ল‍্যানে বেশি ডেটা ও বেনিফিট পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক কোম্পানির এই প্ল‍্যানের নতুন বেনিফিট সম্পর্কে।

আগে কোম্পানি তাদের এই প্রিপেইড প্ল‍্যানটি 365 ভ‍্যালিডিটিসহ পেশ করেছিল। এবার কোম্পানি এক‌ই দামে 425 দিন ভ‍্যালিডিটি দিচ্ছে। এই প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 1275 জিবি ডেটা উপভোগ করতে পারবেন। ডেটা ছাড়াও এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস ও 250 মিনিট টকটাইম পাওয়া যায়।

এছাড়াও এই প্ল‍্যানে দুই মাসের জন্য ইরোস নাওয়ের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। কোম্পানি তাদের এই 1,999 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি 2018 সালে লঞ্চ করেছিল। শুরুতে এই প্ল‍্যানে দিনে 2 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যেত। গত বছর প্ল‍্যান আপডেট করে BSNL দৈনিক 3 জিবি ডেটা দেওয়ার ব‍্যবস্থা করে।

এছাড়া প্রমোশনাল অফার হিসেবে ইউজাররা 147 টাকা দামের রিচার্জ করালে 30 দিনের বদলে 35 দিন ভ‍্যালিডিটি পাবেন। এই প্ল‍্যানে ইউজাররা মোট 10 জিবি ডেটা ও 30 দিনের জন্য বিএস‌এন‌এল টিঊনস উপভোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here