Apple ফ‍্যানদের জন্য সুখবর! ইন্ডিয়াতে শুরু হয়ে গেল iPhone 13 এর প্রোডাকশন, প্রভাব পড়তে চলেছে দামে

Apple এই বছরে ইন্ডিয়াতে আইফোন 13 সিরিজ পেশ করেছে। এই সিরিজে চারটি মোবাইল লঞ্চ করা হয়েছে, যথাক্রমে iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max। A15 Bionic চিপসেট এবং iOS 15 এর সাথে অসাধারণ প্রসেসিঙের এই আইফোনটিকে ইউজাররা অনেকটাই পছন্দ করছে। এমতাবস্থায় অ্যাপেল ফ‍্যানদের জন্য একটি খবর জানতে পারা গেছে যে কোম্পানি এখন ইন্ডিয়াতে‌ই নিজের নতুন আইফোন 13 এর প্রোডাকশন শুরু করেছে।

আরও পড়ুন: 50MP Camera সহ 55W Fast Charging এবং 12GB র‍্যামের সাথে লঞ্চ হল iQOO Neo 5SE স্মার্টফোন

ভারতেও তৈরি হবে iPhone 13

Apple iPhone 13 model এর প্রোডাকশন ইন্ডিয়াতে‌ও শুরু হয়ে গেছে। নতুন রিপোর্ট অনুযায়ী অ্যাপেল কোম্পানি ভারতে আইফোন 13 এর নির্মাণ করার জন্য Foxconn কোম্পানিকে বেছে নিয়েছে। আইফোন ম‍্যানুফ‍্যাকচারার ফক্সকনের এই প্রোডাকশনটিকে আপাতত ট্রায়াল বেসে শুরু করা হয়েছে এবং এই Made In India আইফোন 13 মডেলটিকে তামিলনাড়ুর চেন্নাই‌য়ে অবস্থিত প্ল‍্যান্টে তৈরি করা হচ্ছে। জানিয়ে রাখি যে কোম্পানি এখন ইন্ডিয়াতে শুধুমাত্র আইফোন 13 মডেলটিকে বানানোর পরিকল্পনা করেছে, অ্যাপেল আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম‍্যাক্সটির সম্পর্কে কোম্পানি আপাতত কোন পরিকল্পনা করেনি।

অন‍্যান‍্য দেশেও বিক্রি হবে Made In India iPhone 13

মিডিয়া রিপোর্ট অনুযায়ী আইফোন 13 এর ট্রায়াল প্রোডাশন খুব শীঘ্রই কমার্শিয়াল প্রোডাকশনে পরিবর্তিত হতে চলেছে। এই প্রোডাকশনটিকে বিস্তার করার জন্য আগে থেকেই প্রয়োজনীয় কম্পোনেন্ট‌স গুলিকে যোগ করে রেখেছে, এর ফলে গ্লোবাল।চিপ শর্টেজের কোন প্রভাব পড়বে না। সবকিছু প্ল‍্যানিং অনুযায়ী অ্যাপেল কোম্পানি শুধুমাত্র ডোমেস্টিকে না বরং 2023 এর ফেব্রুয়ারিতে ইন্টারন‍্যাশনাল মার্কেটে‌ও ভারতে নির্মিত আইফোন 13 মডেলের রপ্তানি শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: 66W Flash Charge টেকনোলজি যুক্ত 12GB RAM এবং Snapdragon 888 প্রসেসর সহ লঞ্চ হল iQOO Neo 5S স্মার্টফোন

আইফোনের এই মডেল গুলি ভারতে তৈরি হয়

আপনাকে জানিয়ে রাখি যে অ্যাপেল কোম্পানির বহু হিট আইফোন মডেল আগে থেকেই ভারতে তৈরি হয়। iPhone 11 এবং iPhone 12 মডেল ভারতে আগে থেকেই তৈরি হয় এবং এই মডেল গুলিকে ফক্সকনের তামিলনাড়ুর প্ল‍্যান্টে তৈরি করা হচ্ছে। iPhone SE এর প্রোডাকশন বেঙ্গালুরুতৈ অবস্থিত বিস্ট্রন কোম্পানির প্ল‍্যান্টে হচ্ছে। অনুমান অরা হচ্ছে যে আমাদের দেশে এই সময়ে বিক্রি হ‌ওয়া প্রায় 70 শতাংশ Apple ফোনের তৈরি ইন্ডিয়াতে‌ই হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here