সস্তা 5G লঞ্চের জন্য কতটা প্রস্তত BSNL? হয়ে গেছে সফল টেস্টিং

টেলিকম কোম্পানিগুলি এই বছর জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই BSNL কোম্পানিতে ইউজাররা তাদের নাম্বার পোর্ট করাচ্ছেন। এবার সরকারের পক্ষ থেকে BSNL 5G টেস্টিঙের পর ইউজারদের মধ্যে আশা আরও বেড়ে গেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া BSNL 5G ব্যাবহার করে প্রথম ভিডিও কল করেন এবং এরপর তিনি জানিয়েছেন শীঘ্রই এই সার্ভিস রোল আউট করা হতে পারে। এবার প্রশ্ন উঠছে BSNL কি সস্তা 5G পরিষেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তত?

BSNL 5G কি সস্তা হবে?

দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানি জিও, এয়ারটেইল এবং ভোডাফোন-আইডিয়ার প্রিপেইড ও পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর আগেও এইসব প্ল্যান BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডের রিচার্জ প্ল্যানের থেকে দামি ছিল। তাই BSNL 5G সার্ভিস লাইভ হওয়ার পরও এই কোম্পানির প্ল্যানের দাম প্রাইভেট কোম্পানিগুলির চেয়ে সস্তাই থাকবে বলে আশা করা হচ্ছে।

কবে লঞ্চ হবে BSNL 5G?

আমারা আগেই জানিয়েছি সিন্ধিয়া BSNL 5G ব্যাবহার করে কল করার পর টেলিকম কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেন এবং জানান 5G নেটওয়ার্ক আসতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু শীঘ্রই এই সার্ভিস রোল আউট করা হবে। তাই খুব তাড়াতাড়ি ইউজাররা তাদের ফোনে BSNL 5G ইন্টারনেট স্পীড উপভোগ করতে পারেন।

কোন কোন শহরে হবে BSNL 5G ট্রায়াল?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী BSNL 5G সার্ভিসের ট্রায়াল দিল্লি, চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে শুরু হয়ে গেছে। এই ট্রায়াল সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর ইউজাররা সুপার ফাস্ট ইন্টারনেট উপভোগ করতে পারবেন। একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই ট্রায়াল তিন মাসের মধ্যে শুরু হতে পারে।

BSNL 5G এর জন্য দেওয়া হয়েছে এইসব স্পেকট্রাম ব্যান্ড

সরকারের পক্ষ থেকে BSNL 5G এর জন্য 700MHz, 2200MHz, 3300MHz এবং 26GHz স্পেকট্রাম ব্যান্ড দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত BSNL 700MHz স্পেকট্রাম ব্যান্ডে 5G সার্ভিস ট্রায়াল করা হবে।

5G এর পর 6G এর প্রস্ততি

5G কল টেস্টিঙের সময় সিন্ধিয়া জানিয়েছে একইসঙ্গে 6জি নেটওয়ার্ক আসতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী শীঘ্রই এই সার্ভিস শুরু হতে চলেছে। একটি রিপোর্ট অনুযায়ী BSNL 5G সার্ভিস এই মাসের শেষের দিকে শুরু হতে পারে। তবে এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল কোনো ডেটা বা তথ্য জানা যায়নি।

BSNL 4G নেটওয়ার্ক পরিবর্তিত হবে 5G-তে

সরকারের বক্তব্য অনুযায়ী BSNL 4G নেটওয়ার্ক প্রস্তুত হয়ে গেছে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 4G নেটওয়ার্ক পরিবর্তিত হয়ে 5G নেটওয়ার্ক হবে। সিন্ধিয়া বক্তব্য অনুযায়ী BSNL এর দেশী 4জি নেটওয়ার্ক প্রস্তুত এবং এটি আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সব প্রান্তে শুরু করা হবে। সরকারের বক্তব্য অনুযায়ী এই বছর অক্টোবার মাস শেষ হওয়ার আগেই 80 হাজার টাওয়ার লাগানো হয়ে যাবে। এবং বাঁকি 21 হাজার টাওয়ার 2025 সালের মার্চ মাসের মধ্যে লাগানো হবে। অর্থাৎ 2025 সালের মার্চ মাসের মধ্যে এক লক্ষ্য টাওয়ার লাগানো হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here