5,000 এমএএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল নচ ডিসপ্লেওয়ালা মোটোরোলা পি 30 নোট

মোটোরোলা সম্পর্কে শোনা যাচ্ছিল যে মোটোরোলা ওয়ান অর্থাৎ মোটোরোলা ওয়ান পাওয়ার স্মার্টফোনের সঙ্গে নচ ডিসপ্লেওয়ালা সেগমেন্টে এন্ট্রি নেবে। কিন্তু সমস্ত চিন্তাভাবনার সমাপ্তি ঘটিয়ে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজ “মোটোরোলা পি” পেশ করে। মোটোরোলা তাদের “পি সিরিজ” শুরু করে প্রথম স্মার্টফোন মোটোরোলা পি30 লঞ্চ করে যা কোম্পানির প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। এখন কোম্পানি তাদের এই সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে আরেকটি স্মার্টফোন মোটোরোলা পি30 নোট লঞ্চ করেছে।

মোটোরোলা অফিসিয়ালি পি30 নোট লঞ্চ করেছে। ফোনটি চীনে দুটি ভেরিয়েন্টে সেল শুরু করা হয়েছে। মোটোরোলা পি30 নোট মোটোরোলা পি সিরিজের নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। এই ফোনটি 2246 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে।

মোটোরোলা পি30 নোট অ্যান্ড্রয়েড 8.1 অরিওসহ জেন‌ইউআই 4.0 পেশ করা হবে যা 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে পি30 নোট 4 জিবি ও 6 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পি30 নোটে ফোটোগ্ৰাফির জন্য ব‍্যাক প‍্যানেলে ডুয়েল টোল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা এফ/1.8 অ্যাপার্চার ও সেকেন্ডারি ক‍্যামেরা এফ/2.2 অ্যাপার্চার সাপোর্ট করে এবং ফ্রন্ট ক‍্যামেরা এফ/2.0 অ্যাপার্চারযুক্ত। এআই বিউটি ফিলটার পি30 নোটের সেলফি আরও উন্নত বানায়।

16ই অক্টোবর লঞ্চ হবে হুয়াই মেট 20 সিরিজ, কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন আসবে টেক জগতের সামনে

মোটোরোলা পি30 নোট 4জি এলটিই ও বেসিক কানেক্টিভিটি ফিচারযুক্ত ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে মোটোরোলার লোগো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 1,999 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 2,299 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় টাকার হিসেবে এই দাম প্রায় 20,700 টাকা ও 23,800 টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here