BSNL এর Rs 247 নাকি Jio এর Rs 249, জেনে নিন কোন প্ল‍্যানটি বেস্ট এবং কেনো?

BSNL vs Jio! একটি আমাদের দেশের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি আবার অন‍্যটি দেশের একমাত্র সরকারি টেলিকম কোম্পানি। দুটি কোম্পানি‌র নিজস্ব আলাদা পরিচয় আছে। শুধুমাত্র এই দুটি কোম্পানি না বরং Airtel এবং Vodafone Idea এর সম্পর্কে‌ও কথা বলা হলে কোনো কোম্পানি‌ই চাইবে না যে তাদের ইউজার বেসে কমতি হোক। অধিকতর উপভোক্তাদের নিজের নেট‌ওয়ার্কের সাথে যুক্ত করার জন্য কোম্পানি গুলি নতুন-নতুন অফার এবং প্ল‍্যান প্রতিনিয়ত নিয়ে আসতে থাকে। কিন্তু বিগত দিনে দেশের টেলিকম কোম্পানির ট‍্যারিফ প্ল‍্যান এবং তাদের দাম বাড়ানোর পরে এখন উপভোক্তাদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোন কোম্পানি বেস্ট এবং কার প্ল‍্যান গুলি ভালো। আজকে আমরা বিএস‌এন‌এল এবং রিলায়েন্স জিওর দুটি Prepaid Plan এর তুলনা করেছি যেটিকে পড়ার পরে আপনিখুব সহজেই বেছে নিতে পারবেন যে BSNLএর 247 টাকার প্ল‍্যানটি ভালো নাকি Jio এর 249 টাকার প্ল‍্যানটি ভালো।

BSNL-Rs 247 Plan

বিএস‌এন‌এল অর্থাৎ ভারতীয় সঞ্চার নিগম লিমিটেডের প্ল‍্যানের কথা প্রথমে বলা হলে 247 টাকার এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 30 দিন। এই প্ল‍্যানটিতে কোম্পানির পক্ষ থেকে 50GB dataদেওয়া হয়, যা গ্রাহকরা দৈনিক কোনো লিমিট ছাড়াই ব‍্যবহার করতে পারবে। অর্থাৎ ইউজাররা 50 জিবি ইন্টারনেট ডেটার ব‍্যবহার 30 দিনের মধ্যে যেকোনো সময়ে করতে পারবে। প্ল‍্যানের ভ‍্যালিডিটির মধ্যে যদি 50 জিবি ডেটা সম্পূর্ণ ব‍্যবহার হয়ে যায় তার পরেও গ্রাহকরা ফোনে ইন্টারনেট ব‍্যবহার করতে পারবে, কিন্তু তখন ইন্টারনেট স্পীড 80 কেবিপিএস হয়ে যাবে।

ডেটা ছাড়া অন‍্যান‍্য বেনিফিটের কথা বলা হলে এই প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা দেওয়া হয় যা সম্পূর্ণ দেশের যেকোন নেট‌ওয়ার্কে করা যাবে। রোমিঙের সময়েও এই কল ফ্রি থাকবে। এর সাথেই বিএস‌এন‌এল ইউজাররা প্রতিদিন 100 এস‌এম‌এসের সুবিধা পাবে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানটিতে ইরোজ নাও এর সাবস্ক্রিপশন ফ্রিতে দেওয়া হচ্ছে।

Jio-Rs 249 Plan

Reliance Jio এর পক্ষ থেকে এই প্রিপেইড প্ল‍্যানটিকে 249 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 23 দিন। জিওর পক্ষ থেকে এই প্ল‍্যানটিতে ইউজারদের প্রতিদিন 2GB data দেওয়া হয়। অর্থাৎ জিও গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটার সুবিধা পাবে। 2জিবি ইন্টারনেট ডেটা প্রতিদিনের হিসেবে সম্পূর্ণ প্ল‍্যানে ইউজাররা মোট 46GB data পাবে, যা 4জি স্পীডে কাজ করবে।

এর সাথেই জিও কোম্পানি‌ও নিজের ইউজারদের আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধা প্রদান করে যা সম্পূর্ণ দেশে ফ্রিতে কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানটিতে প্রতিদিন 100 এস‌এম‌এস দেওয়া হয়। জিওর এই 249 টাকার প্ল‍্যানটিতে JioTV, JioSecurity, JioCloud এবং JioCinema এর জিওর অ্যাপের‌ও ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।

কে এগিয়ে কে পিছিয়ে?

  • BSNL এর 247 টাকার প্ল‍্যানে মোট 50 জিবি ডেটা পাওয়া যায় এবং সেটি কোনো ডেলি লিমিট ছাড়াই। ইউজাররা যখন খুশি ডেটার ব‍্যবহার করতে পারবে। আবার অন‍্যদিকে Jio এর প্ল‍্যানে একদিনে অধিকতম 2 জিবি ডেটার ব‍্যবহার‌ই করা যাবে। একবার 2 জিবি ডেটা শেষ হয়ে গেলে আগামী দিনের অপেক্ষা করতে হবে।
  • BSNL প্ল‍্যানটিতে যেখানে মোট 50 জিবি ডেটা পাওয়া যায় আবার Jio এর প্ল‍্যানে মোট 46 জিবি ডেটা প্রাপ্ত হয়।
  • BSNL এর প্ল‍্যানটি দামের ক্ষেত্রে কম এবং ভ‍্যালিডিটির তুলনায় বেশি। আবার অন‍্যদিকে Jio এর প্ল‍্যানটির দাম বেশি এবার এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি অনেকটাই কম।

  • Jio ইউজাররা ডেটা 4জি স্পীডে ব‍্যবহার করতে পারবে, কিন্তু BSNL প্ল‍্যানে 3জি এবং 2জি স্পীডে ব‍্যবহার করতে পারবে।
  • Jio এর নাম্বারে অনলাইন কন্টেন্ট দেখার জন্য বেশি অপশন পাওয়া যাবে, কিন্তু অন‍্যত্র BSNL প্ল‍্যানটিতে ওটিটি এর সাবস্ক্রিপশন লিমিটেড।

নোট: সহজ ভাষায় বলতে হলে, যদি আপনি নিজের ফোনে 3জি স্পীডের ইন্টারনেট যথেষ্ট মনে করেন তাহলে BSNL এর Rs 247 Plan এখানে Jio এর Rs 249 Plan এর থেকে অনেকটাই ভালো। আবার বহু ইউজার অভিযোগ জানায় যে Jio এর 4G স্পীড খুব কম সময়েই পাওয়া যায়। আবার আপনার যদি কলিঙের ব‍্যবহার বেশি হয় সেইক্ষেত্রে‌ও বিএস‌এন‌এল জিওর তুলনায় বেস্ট।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here