349 টাকায় পাওয়া যাবে64 দিনের জন্য 64 জিবি 4জি ডেটা, কোম্পানির তরফ থেকে করা হল পরিবর্তন

ভারতীয় টেলিকম মার্কেটে এই মুহূর্তে চলা প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) খুব দ্রুত নতুন নতুন প্ল‍্যান পেশ করছে। প্রাইভেট কোম্পানিগুলির সঙ্গে টেক্কা দিতে কোম্পানি একদিকে যেমন নতুন নতুন প্ল‍্যান পেশ করছে তেমনই আবার পুরোনো প্ল‍্যানে আবশ্যক আপডেট‌ও করছে। এই উদ্দেশ্যে বিএস‌এন‌এল তাদের 349 টাকার প্ল‍্যান আরও লাভজনক করে তুলেছে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে এখন এক‌ই দামে 10 জিবি ডেটা এক্সট্রা পাওয়া যাবে।

28 ফেব্রুয়ারি লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের নতুন হ‍্যান্ডসেট

বিএস‌এন‌এলের 349 টাকার প্ল‍্যান
বিএস‌এন‌এলের এই প্রিপেইড প্ল‍্যানে ভ‍্যালিডিটির জন্য আনলিমিটেড ভয়েস কল, এস‌এম‌এস ও বিপুল পরিমাণ ইন্টারনেট ডেটা পাওয়া যায়। বিএস‌এন‌এলের পক্ষ থেকে 349 টাকার এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি আগে 54 দিন ছিল। কিন্তু এখন গ্ৰাহকদের কথা মাথায় রেখে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি বাড়ানো হয়েছে। এখন এই প্ল‍্যানের বৈধতা 54 দিনের বদলে 64 দিন করা হয়েছে। অর্থাৎ এক‌ই দামে বেশি লাভ পাওয়া যাবে।

বিএস‌এন‌এলের এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। পরিবর্তনের আগে এই প্ল‍্যানে মোট 54 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যেত, এখন ফেরবদলের পর এই প্ল‍্যানে এক‌ই দামে 64 জিবি 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। 349 টাকার বিনিময়ে বিএস‌এন‌এল গ্ৰাহকরা 54 জিবির বদলে 64 জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন।

এসে গেল স‍্যামসাঙের প্রথম 5জি ফোন গ‍্যালাক্সি এস10 5জি, জেনে নিন এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ইন্টারনেট ডেটার সঙ্গে কোম্পানি 64 দিন পর্যন্ত লোকাল ও এসটিডি ভয়েস কল সম্পূর্ণ ফ্রি দিচ্ছে, যা রোমিঙেও কাজ করবে। এক‌ই ভাবে গ্ৰাহকরা এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাবেন। বিএস‌এন‌এলের পক্ষ থেকে এই প্ল‍্যান গোটা দেশে জারি করে দেওয়া হয়েছে এবং দিল্লি ও মুম্বাই ছাড়া যে কোনো রাজ‍্য ও সার্কেলের ইউজার এই প্ল‍্যান রিচার্জ করতে পারবেন।

প্রসঙ্গত এই মুহূর্তে বিএস‌এন‌এল কয়েকটি মাত্র সার্কেলে তাদের 4জি সার্ভিস দিচ্ছে। যেসব সার্কেলে বিএস‌এন‌এলের 4জি সার্ভিস কাজ করে না সেখানে এই 64 জিবি ডেটা 3জি স্পীডে চলবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here