28 ফেব্রুয়ারি লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজের নতুন হ‍্যান্ডসেট

কিছু দিন আগে স‍্যামসাং জানিয়েছিল কোম্পানি খুব তাড়াতাড়ি গ‍্যালাক্সি এ সিরিজে নতুন ফোন লঞ্চ করবে। এতদিন কোম্পানি তাদের গ‍্যালাক্সি এম ও গ‍্যালাক্সি এস সিরিজে ফোন লঞ্চ করেছে। লিক অনুযায়ী কোম্পানি গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ30 ও গ‍্যালাক্সি এ20 স্মার্টফোন লঞ্চ করবে। কিছু দিন আগে আমরা স‍্যামসাং গ‍্যালাক্সি এ50 ও গ‍্যালাক্সি এ20 এর এক্সক্লুসিভ তথ্য দিয়েছিলাম। নতুন তথ্য থেকে জানা গেছে গ‍্যালাক্সি এ সিরিজ 28 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে।

এসে গেল স‍্যামসাঙের প্রথম 5জি ফোন গ‍্যালাক্সি এস10 5জি, জেনে নিন এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

এই তথ্য স‍্যাম মোবাইলের পক্ষ থেকে জানা গেছে।।স‍্যামসাং মেম্বার্স অ্যাপে একটি নোটিশের মাধ্যমে জানা গেছে ভারতে স‍্যামসাং গ‍্যালাক্সি এ সিরিজ 28 ফেব্রুয়ারি2019 লঞ্চ করা হবে। মেম্বার্স অ্যাপে সাধারণত নতুন সফটওয়্যার আপডেট ও লেটেস্ট অফারের নোটিফিকেশন দেওয়া হয়, কিন্তু এবার অ্যাপে একটি নোটিশে গ‍্যালাক্সি এ সিরিজের ভারতে লঞ্চ হ‌ওয়ার তারিখ জানা গেছে।

মেম্বার্স অ্যাপে বলা হয়েছে কোম্পানি কোলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইতে ইভেন্টের আয়োজন করবে। কোম্পানি মেম্বার্স অ্যাপের ইউজারদের তাদের নাম, মোবাইল নাম্বার ও ইমেইল আইডি রেজিস্টার করার জন্য বলেছে যাতে তাদের শহরে আয়োজিত লঞ্চ ইভেন্টের জন্য ইনভাইট পাঠানো যায়।

12 জিবি র‍্যাম, ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 1 টিবি ইন্টারনাল মেমরির সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাস

কিছু দিন আগে একটি রিপোর্ট থেকে জানা যায় মার্চ থেকে জুন পর্যন্ত প্রতি মাসে নতুন গ‍্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। আবার কিছু রিপোর্টে বলা হয়েছে যে গ‍্যালাক্সি ছ সিরিজে গ‍্যালাক্সি এ10, গ‍্যালাক্সি এ30 ও গ‍্যালাক্সি এ50 লঞ্চ করা হবে।

আশা করা হচ্ছে নতুন মডেল ইনফিনিটি ভি ও ইনফিনিটি ইউ ডিসপ্লে প‍্যানেলের সঙ্গে পেশ করা হতে পারে। নতুন রিপোর্ট অনুযায়ী গ‍্যালাক্সি এ50 তে 6.14 ইঞ্চির সুপার এমোলেড স্ক্রিন দেখা যেতে পারে। ফোনের স্ক্রিন রেজলিউশন ফুল এইচডি+ হবে এবং কোম্পানি এতে 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে ফোনটি পেশ করতে পারে। আমাদের পাওয়া খবর অনুযায়ী কোম্পানি এতেও ভি শেপ ইনফিনিটির সঙ্গে পেশ করবে যা স‍্যামসাং গ‍্যালাক্সি এম20 তে ছিল।

8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই, এতে আছে দুর্দান্ত প্রসেসর

এছাড়া 91মোবাইলস স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 এর ডিজাইন সম্পর্কেও কিছু তথ্য পেয়েছে। এই ফোনে দুটি সিমের সঙ্গে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে। গ‍্যালাক্সি এম20 ও এম10 এর মতোই গ‍্যালাক্সি এ20 তেও ভি শেপের নচ দেখা যাবে। খবর অনুযায়ী কোম্পানি গ‍্যালাক্সি এ সিরিজ অফলাইন স্টোরের জন্য পেশ করতে পারে। কিছু দিন আগে লঞ্চ করা স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 ও এম20 কোম্পানির তরফ থেকে অনলাইন সাইটে সেল করা হয় এবং গ‍্যালাক্সি এ সিরিজের নতুন ফোন অফলাইন স্টোরে বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here