সম্প্রতি একটি প্রকাশ্যে আসা রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত প্রায় 5.5 মিলিয়ন জিও এবং এয়ারটেলের ইউজাররা তাদের নাম্বার সরকারি টেলিকম কোম্পানি BSNL এ পোর্ট করিয়েছে। 2024 সালের জুন মাসে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানির ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানো এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। আমরা এই পোস্টে BSNL এর কম দামের দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি সহ প্ল্যানের ডিটেইলস জানাবো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক BSNL এর 599 টাকা দামের রিচার্জ প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।
BSNL এর 599 টাকা দামের রিচার্জ প্ল্যান
Unleash Unlimited Fun for 84 Days!
With ₹599, enjoy 252GB data and access to non-stop entertainment—games, music, videos, and so much more.#RechargeNow #STV599 #BSNLIndia #BSNL #UnlimitedFun #ConnectingBharat #X #switchtobsnl pic.twitter.com/56SvmuEQck
— BSNL India (@BSNLCorporate) December 7, 2024
- BSNL এর 599 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
- এছাড়া এই রিচার্জ প্ল্যানে ইউজারদের আনলিমিটেড ভয়েস কল সহ 100 SMS এর সুবিধা দেওয়া হয়।
- একইসঙ্গে এই প্ল্যানে 3GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত মোট 252GB ডেটা পাওয়া যাবে।
কিভাবে করা যাবে এই রিচার্জ?
জানিয়ে রাখি BSNL এর সেল্ফকেয়ার অ্যাপের সাহায্যে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে। অন্যদিকে ইউজারদের ফোনে এই অ্যাপটি না থাকলে, প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপটি ইন্সটল করার পর, BSNL এর নাম্বারের সাহায্যে লগিং করা যাবে। লগিং করার পর ইউজারদের ফোনে OTP আসে।
সেল বেড়েছে নতুন BSNL SIM কার্ডের
জানিয়ে রাখি সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুন মাসে মাত্র 790,000 সিম সেল হয়েছিল, তবে 2024 সালের জুলাই মাসে এই সংখ্যা বেড়ে 4.9 মিলিয়ন, 2024 সালের অগাস্ট মাসে 5 মিলিয়ন, সেপ্টেম্বর মাসে 2.8 মিলিয়ন এবং অক্টোবর মাসে 1.9 মিলিয়ন সেল হয়েছে। এছাড়াও বিএসএনএলের চেয়ারম্যান এবং এমডি রবার্ট রবি জানিয়েছেন কোম্পানির এখনও পর্যন্ত ভবিষ্যতে ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই।