JioPhone এর সফলতার পর এবার আসতে চলেছে সস্তা Jio SmartPhone

Reliance Jio যখন ভারতে তাদের ব‍্যবসা শুরু করে তখন কেউ ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি এই কোম্পানি এত বেশি উন্নতি করবে। শুরু থেকেই কোম্পানি তাদের গ্ৰাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এসেছে। আজ কোম্পানির বার্ষিক আলোচনা সভা (AGM 2020) আয়োজন করা হয়েছিল যেখানে কোম্পানি একাধিক নতুন ঘোষণা করে। Jio Glass, Jio Meet ও Google এর বিনিয়োগ সম্পর্কে জানানোর পর কোম্পানি ঘোষণা করে এবার তারা খুব তাড়াতাড়ি ভারতে সস্তা 5জি স্মার্টফোন আনতে চলেছে।

মুকেশ আম্বানি AGM 2020 এর মঞ্চে ঘোষণা করেন কোম্পানি এবার ভারতে 5জি নেটওয়ার্ক আনতে চলেছে। জিওর এই ঘোষণা দেশের সমস্ত মোবাইল ইউজারদের সঙ্গে সঙ্গে অন‍্যান‍্য টেলিকম কোম্পানিগুলিকেও চমকে দিয়েছে। Jio 5G সম্পর্কে বলার সময় মুকেশ আম্বানি জানান কোম্পানির 5জি পরিকাঠামো তৈরি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এর ট্রায়াল‌ও শুরু হয়ে যাবে। আশা করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2021 সালে জিও 5জি সম্পূর্ণভাবে কার্যকর হয়ে মার্কেটে চলে আসবে।

Jio SmartPhone

রিলায়েন্স জিওর পক্ষ থেকে মুকেশ আম্বানি জানিয়েছেন কোম্পানি Google এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম তৈরি করছে। এই প্রসঙ্গে কোম্পানি সরাসরি তাদের জিও স্মার্টফোনের নাম উল্লেখ না করলেও কোম্পানির 5জি নেটওয়ার্ক এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রসঙ্গ থেকে বোঝাই যাচ্ছে তারা আগামী দিনে ভারতের মার্কেটে সস্তা Jio 5G SmartPhone ও লঞ্চ করবে।

কোম্পানির 5জি পরিষেবা ‘আত্মনির্ভর ভারত’ এর উদ্দেশ্যে সমর্পন করে মুকেশ আম্বানি জানিয়েছেন কোম্পানির তৈরি করা 5জি সম্পূর্ণভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ হবে। তিনি আরও বলেন 5জি স্পেকট্রাম পাওয়ার সঙ্গে সঙ্গে এর ট্রায়াল শুরু হয়ে যাবে। আগামী বছরের মধ্যে সাধারণ মানুষের ব‍্যবহারের জন্য 5জি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। 5জি প্রসঙ্গে আকাশ আম্বানি জানিয়েছেন রিলায়েন্সের কর্মচারীরা দেশেই এই টেকনোলজি তৈরি করেছে।

জিওফোন সম্পর্কে এই ইভেন্টের মঞ্চে মুকেশ আম্বানি বলেন কোম্পানির 4জি ফিচার ফোন JioPhone এবং JioPhone 2 সেলের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে। তিনি বলেন এই দুটি ফোন মিলিতভাবে 100 মিলিয়ন অর্থাৎ 100,000,000 ইউনিট সেল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here