খবর ছড়াচ্ছে আগামী 24 ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে BSNL SIM Card! জেনে নিন বিস্তারিত

বিগত বেশ কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়াতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) সম্পর্কে বিভিন্ন খবর ভাইরাল হতে দেখা যাচ্ছে। ক্ষতির হওয়ার কারণে এই সরকারি টেলিকম কোম্পানি বেচে দেওয়া হচ্ছে বলে কিছু খবরে জানানো হয়েছে। আবার কিছু খবরে এও বলা হচ্ছে যে TRAI এর তরফ থেকে গ্রাহকদের কাস্টোমার কেওয়াইসি (KYC) সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং আগামী 24 ঘণ্টার মধ্যে BSNLসিম ব্লক করে দেওয়া হবে। তবে আশার আলো এই যে এই দুটি খরবই সম্পূর্ণভাবে ফেক। সরকারি ফ্যাক্ট চেক সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) এইসব বক্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছে। আরও পড়ুন: 5 জানুয়ারী লঞ্চ হবে Redmi Note সিরিজের তিনটি স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

24 ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে সিম কার্ড!

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হচ্ছে, যেখানে বলা হয়েছে BSNL কোম্পানির সিম 24 ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এই খবর অনুযায়ী টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর বক্তব্য অনুসারে গ্রাহকরা তাদের KYC আপডেট না করালে তাদের সিম 24 ঘণ্টার মধ্যে ব্লক করে দেওয়া হবে।

জানিয়ে রাখি এটি একদমই মিথ্যা একটি খবর। পিটিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এই কেওয়াইসি আপডেটের খবর সম্পূর্ণ ফেক। BSNL এর পক্ষ থেকে এই ধরনের কোনো নোটিশ জারি করা হয়নি। রিপোর্টে বলা হয়েছে এই ধরনের খবর দেখে সাধারণ মানুষেরা ঘাবড়ে তাদের পার্সোনাল এবং ব্যাঙ্ক ডিটেইলস শেয়ার করে দেন এবং ফলে তাঁরা সাইবার খপ্পরে পড়েন। আরও পড়ুন: 2022 সালে লঞ্চ হওয়া 5টি সেরা ইলেকট্রিক স্কুটার, দেখে নিন তালিকা 

কারোর সঙ্গে শেয়ার করবেন না পার্সোনাল ডিটেইলস

জানিয়ে দিই BSNL কেওয়াইসি আপডেটের নামে ওটিপি অথবা ফোন নাম্বার এবং অন্যান্য কোনো কখনোই কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। এর ফলে অনলাইন হ্যাকাররা ব্যাক্তিগত তথ্য চুরি করে নেয় এবং ব্যাঙ্ক ফ্রড বা এই জাতীয় কাজের জন্য এই ডেটা ব্যাবহার করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here