মাত্র 75 টাকার বিনিময়ে BSNL দিচ্ছে 50 দিনের সস্তা প্ল‍্যান, সঙ্গে Data ও Calling Free

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের টেলিকম সেক্টরে একমাত্র BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড একমাত্র কোম্পানি যা Jio, Airtel ও Vodafone Idea এর মতো প্রাইভেট কোম্পানিগুলির মধ্যে নিজের ইউজার বেস বজায় রাখতে সক্ষম হয়েছে। মার্কেটে চরম প্রতিযোগিতার মাঝেও বিএস‌এন‌এল কম দামের আকর্ষণীয় প্ল‍্যান পেশ করে ক্রমশ জনপ্রিয়তা বাড়িয়ে চলেছে। কয়েক দিন আগে একদিকে যেমন রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের প্ল‍্যানের দাম বৃদ্ধি করেছে তেমনই অন‍্যদিকে BSNL মাত্র 75 টাকা দামে 50 দিন ভ‍্যালিডিটির ও ফ্রি ভয়েস কল ও ডেটা বেনিফিটের একটি আকর্ষণীয় প্ল‍্যান নিয়ে এসেছে।

ডেটা বেনিফিট

কোম্পানির এই 75 টাকা দামের প্ল‍্যানের নাম রাখা হয়েছে STV_75। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 50 দিন। এই প্ল‍্যানটি রিচার্জ করলে সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে ব‍্যবহারের জন্য কোনো দৈনিক লিমিট ছাড়াই মোট 2 জিবি ডেটা পাওয়া যায়। 50 দিন ভ‍্যালিডিটির মধ্যে যে কোনো সময় এই ডেটা ব‍্যবহার করা যায়।

ভয়েস কল বেনিফিট

BSNL এর এই 75 টাকা দামের প্ল‍্যানে ইউজারদের বিনামূল্যে 100 মিনিট টকটাইম দেওয়া হয়। লোকাল ও এসটিডি সব ধরনের ভয়েস কলের ক্ষেত্রেই এই মিনিট ব‍্যবহার করা যায়, যা ন‍্যাশানাল রোমিঙের ক্ষেত্রেও প্রযোজ্য। 75 টাকা দাম দিয়ে ইউজাররা যে কোনো নাম্বারে 100 মিনিট ভয়েস কল উপভোগ করতে পারবেন। এই 100 মিনিট শেষ হয়ে গেলে ইউজারদের থেকে 30 পয়সা প্রতি মিনিটের দরে চার্জ করা হবে।

বেশি কলের জন্য সুবিধাজনক প্ল‍্যান

যেসব BSNL ইউজাররা বেশি পরিমাণে ডেটা ব‍্যবহার করেন তাদের কথা মাথায় রেখে কোম্পানি 187 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানে ইউজারদের আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হয়। এছাড়াও উপভোক্তারা প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস উপভোগ করতে পারবেন। উল্লেখ্য এই প্ল‍্যানে কলার টিউনের সুবিধা পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here