Nokia ব্র্যান্ডের মালিক কোম্পানি HMD Global আজ আন্তর্জাতিক মঞ্চে Nokia X100 নামের একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই বাজেট ক্যাটাগরির 5জি স্মার্টফোনে 6GB RAM এবং Qualcomm Snapdragon 480 চিপসেটের পাশাপাশি 48MP Rear ও 16MP Selfie ক্যামেরা রয়েছে। Nokia X100 ফোনটি আমেরিকার মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং সেখানে ফোনটির দাম রাখা হয়েছে $252 অর্থাৎ ভারতীয় দরে প্রায় 18,500 টাকার কাছাকাছি।
Nokia X100
কোম্পানি তাদের Nokia X100 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে এবং স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে Nokia এর ব্র্যান্ডিং সহ চিন পার্ট রয়েছে। এই ফোনের পাঞ্চ হোল কাটআউটটি বডির থেকে একটু ভেতরের দিকে ডিসপ্লের ওপরে মাঝ বরাবর অবস্থিত।
Nokia X100 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 12 ভার্সনে আপডেট করে দেওয়া হবে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 চিপসেটে রান করে। জানিয়ে রাখি এই চিপসেট ডুয়েল ব্যান্ড 5জি অর্থাৎ SA/NSA 5G সাপোর্ট করে। কোম্পানি তাদের এই লেটেস্ট ফোনে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ যোগ করেছে। এছাড়াও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Nokia X100 ফোনটিতে এলইডি ফ্ল্যাশযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Nokia X100 ফোনটি sub-6Hz 5G network সাপোর্টের সঙ্গে মার্কেটে লঞ্চ করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,470 এমএএইচের ব্যাটারি আছে। কোম্পানি তাদের এই সস্তা 5জি ফোনটি আদৌ ভারতে লঞ্চ করবে কি না সেবিষয়ে এখনই নিশ্চিতরূপে কিছু বলা সম্ভব নয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন