মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল 6GB RAM এর ক্ষমতাসম্পন্ন Nokia C12 Pro, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • এতে 6GB RAM (4GB physical + 2GB virtual) রয়েছে।
  • এই ফোনে 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
  • নোকিয়া সি12 প্রো ফোনটি Android 12 (Go edition) এ কাজ করে।

গত মার্চ মাসে নোকিয়া ভারতের বাজারে লো বাজেট সেগমেন্টে তিনটি কালার ভেরিয়েন্টে Nokia C12 Pro ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সস্তা ফোনটি পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি মাত্র 6,999 টাকা দামে সেল করা হবে। নিচে এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Nokia C12 Pro এর দাম

এখনও পর্যন্ত Nokia C12 Pro ফোনটি Light Mint, Charcoal এবং Dark Cyan কালারে সেল করা হবে। তবে এবার থেকে ফোনটি পার্পল কালারেও বিক্রি করা হবে। ফোনটি 2GB RAM, 3GB RAM এবং 4GB RAM ভেরিয়েন্টে সেল করা হয়। এই মডেলগুলির দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,499 টাকা। সামার স্পেশাল অফারের আওতায় ফোনটির দামে 150 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Nokia C12 Pro এর স্পেসিফিকেশন

  • 6.3″ HD+ Display
  • Android 12 ‘GO’
  • Unisoc 9863A1 CPU
  • 8MP Rear Camera
  • 4,000mAh Battery

স্ক্রিন: নোকিয়া সি12 প্রোতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 X 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গ্লাস ব্যাবহার করা হয়েছে।

প্রসেসর: Nokia C12 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 12 ‘গো এডিশন’ এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Unisoc 9863A1 অক্টাকোর প্রসেসর রয়েছে। আরও পড়ুন: Scoop পছন্দ হলে এখনই দেখে নিন এই 10টি অসাধারণ ওয়েব সিরিজ

ওএস: অ্যান্ড্রয়েড গো এডিশন থাকার কারণে এই ফোনটিতে সহজেই গুগলে গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায় যা অত্যন্ত কম RAM এবং স্টোরেজ সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। এই অ্যাপগুলি কম স্টোরেজ দখল করে এবং ব্যাটারি ও ইন্টারনেট ডেটাও বাঁচায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এতে রিমুভেবল ব্যাটারি ব্যাবহার করা হয়েছে যা সহজেই বের করা যায়। আরও পড়ুন: দেখে নিন 2023-এ দাঁড়িয়ে গান ডাউনলোডের জন্য 5টি সেরা App এর তালিকা

অন্যান্য ফিচার: এই নোকিয়া ফোনে 3.5 এমএম জ্যাক, ওয়্যারলেস এফএম রেডিও, ফেস আনলক, মাইক্রো ইউএসবি, ব্লুটুথ 5.2 এবং ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচারগুলি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here