অন্য কেউ কি আপনার Aadhaar card এর ভুল প্রয়োগ করছে? জেনে নিন চেক করার পদ্ধতি

আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ড সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য অন‍্যতম প্রয়োজনীয় ডকুমেন্টে পরিণত হয়েছে। শুধুমাত্র আধার কার্ড থাকলেই একজন মানুষের সরকারি ও বেসরকারি সব ধরনের কাজ উতরে নেওয়া যায়। যদি আপনার কাছেও একটি বৈধ আধার কার্ড থেকে থাকে তবে সব সময় মনে রাখা দরকার আপনার 12 ডিজিটের আধার নাম্বারের কেউ যেন ভুল প্রয়োগ না করে। যদি অন‍্য কোনো ব‍্যাক্তি আপনার আধার কার্ড ব্যবহার করে তবে আপনার এখনই সচেতন হওয়া প্রয়োজন এবং এর বিরুদ্ধে অভিযোগ করা দরকার। আজ আমরা আপনাদের এমন কিছু পদ্ধতি সম্পর্কে জানাতে চলেছি যার সাহায্যে অত‍্যন্ত সহজেই চেক করতে পারবেন অন্য কেউ আপনার আধার কার্ড ব্যবহার করছে কি না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পদ্ধতিগুলি সম্পর্কে।

UIDAI দেয় চেক করার পারমিশন

ভারতে আধার কার্ড জারি করা সংস্থা UIDAI সমস্ত আধার কার্ড ধারণকারীদের একটি বিশেষ সুবিধা দেয়। যে কোনো আধার কার্ড ধারণকারী বিগত ছয় মাসে কোথায় কোথায় তাঁর আধার কার্ড ভেরিফিকেশনের জন্য ব‍্যবহার করা হয়েছে তা চেক করতে পারবেন। এভাবে 50 অথেনটিকেশন পর্যন্ত তথ্য জানা যায়। এই লিস্ট দেখে খুব সহজেই আপনি বুঝে যাবেন এর মধ্যে এমন কোনো এন্ট্রি আছে কি না যা আপনি করেননি।

টুইট করে জানিয়েছে UIDAI

এই বিষয়ে UIDAI টুইট পর্যন্ত করেছে। টুইটে বলা হয়েছে, “আপনি গত ছয় মাসের 50টি অথেনটিকেশন সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ এখানে বিগত ছয় মাসের মধ্যে মোট 50টি আধার অথেনটিকেশন হিস্ট্রি চেক করতে পারবেন। এখান থেকেই জানা যাবে কোনো আধার কার্ডের অপপ্রয়োগ হচ্ছে কি না।”

Aadhaar Card কি কেউ ব‍্যবহার করছে? কিভাবে করবেন চেক?

  • সবার আগে UIDAI এর অফিসিয়াল সাইট https://resident.uidai.gov.in -এ যেতে হবে।
  • এরপর ওয়েবসাইটে বাঁদিকে “My Aadhaar” সেকশনে গিয়ে “Aadhaar Services”-এ ক্লিক করুন।
  • এই ট‍্যাবের মধ্যে Aadhaar Authentication History তে যেতে হবে।
  • এরপর 12 ডিজিটের আধার নাম্বার ও ক‍্যাপচা ফিল করে “Send OTP” তে ক্লিক করুন।
  • এর পরের পেজে কিছু ডিটেইলস ভরার পর ফোনে এস‌এম‌এসের মাধ্যমে পাওয়া ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) লিখতে হবে।
  • এবার সাবমিট বাটনে ক্লিক করার পর আধার কার্ড ব্যবহার করার পর আধার ব‍্যবহারের রেকর্ড দেখা যাবে।
  • যদি বিগত ছয় মাসের মধ্যে আধার কোথাও ব‍্যবহার না হয়ে থাকে সেক্ষেত্রে “No Record Found” ম‍্যাসেজ শো করবে।

কিভাবে অভিযোগ করবেন?

যদি রেকর্ডে কোনো সন্দেহজনক এন্ট্রি থাকে যা আপনি ব‍্যবহার করেননি তবে তৎক্ষণাৎ অভিযোগ জানান। অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার 1947 এ কল করুন অথবা [email protected] এ ইমেইল করুন। এই লিঙ্কে ক্লিক করে অনলাইনেও অভিযোগ দায়ের করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here