শীঘ্রই কম দামে লঞ্চ হতে পারে CMF এর প্রথম Phone (1), প্রকাশ্যে এল স্পেসিফিকেশন এবং দাম

ইউনিক স্মার্টফোন প্রস্ততকারী নাথিং-এর সাব ব্র্যান্ড CMF আগামী কয়েক দিনের মধ্যেই নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। এই ফোনটি বাজারে কম দাম এবং ইউনিক লুক সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তার আগেই আমাদের সোর্স থেকে এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিক এবং এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

CMF Phone (1) এর দাম (লিক)

আমাদের সোর্স অনুযায়ী CMF Phone 1 এর দাম ভারতে প্রায় 12,000 টাকা রাখা হতে পারে। জানিয়ে রাখি এর আগে কোম্পানি বাজারে নেক ব্যান্ড, ইয়ার বাডস, স্মার্টওয়াচ এবং পাওয়ারব্যাঙ্কের মতো ফিচার লঞ্চ করেছিল। এবার স্মার্টফোন পেশ করতে চলেছে।

CMF Phone (1) কালার এবং ডিজাইন (লিক)

রিপোর্ট অনুযায়ী CMF Phone (1) প্লাস্টিক বডি সহ লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে। কারণ এই ফোনটি কম দামে এন্ট্রি-লেবেল ফোন হতে পারে, তাই এই ফোনে প্লাস্টিক ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটি ফ্রন্টে গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি অরেঞ্জ, ওয়াইট এবং ব্ল্যাক এই তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।

CMF Phone (1) এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: CMF Phone 1 স্মার্টফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে রিফ্রেশ রেট এবং রেজোলিউশন দেওয়া হবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: এই ফোনের প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে।
  • প্রসেসর: এই আপকামিং কম দামের ফোনে Mediatek Dimensity 5G চিপসেট দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য CMF Phone (1) স্মার্টফোনে 5000mAh বড়ো ব্যাটারি সহ 33W চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
  • অপারেটিং সিস্টেম: CMF Phone (1) ফোনটি নাথিং ওএস সহ কাজ করবে, কিন্তু এই ফোনে সবরকম সুবিধা দেওয়া হচ্ছে না। কোম্পানি এই ফোনে 3 বছরের ওএস আপগ্রেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here