4 জিবি র‍্যাম, 4,070 এম‌এএইচ ব‍্যাটারী এবং ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল নোট 6, দাম মাত্র 8,999 টাকা

গত সপ্তাহে টেক কোম্পানি কুলপ‍্যাড তাদের নতুন স্মার্টফোন কুল 2 ভারতীয় বাজারে লঞ্চ করে। এবার নিজেদের নোট সিরিজের ব‍্যবসা বাড়াতে আরেকটি নতুন ডিভাইস নোট 6 লঞ্চ করল। কোম্পানির তরফ থেকে এর দাম রাখা হয়েছে 8,999 টাকা, যা অনলাইনের সাথে সাথে অফলাইন রিটেলেও পাওয়া যাবে।

শাওমির “রেডমি”কে টক্কর দিতে বাজারে আসতে চলেছে ওপ্পো-র নতুন ব্র‍্যন্ড “রিয়েলমি”, 15ই মে লঞ্চ হবে কোম্পানির প্রথম ফোন

কুলপ‍্যাড নোট 6-এ 1920 × 1080 পিক্সেল রেজল্যুশনযুক্ত 5.5 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন পাওয়া যাবে।। এতে আছে অ্যান্ড্রয়েড 7.1 নোগাট অপারেটিং সিস্টেম, 1.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর, কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 435 চিপসেট। কোম্পানি এতে 4 জিবি র‍্যাম যোগ করেছে।

কুলপ‍্যাড নোট 6 দুইরকম স্টোরেজ ক‍্যাপাসিটির সঙ্গে পাওয়া যাবে, একটি 32 জিবি অপরটি 64 জিবি। এতে সেলফির জন্য ডুয়েল ক‍্যামেরা আছে, 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক‍্যামেরা 120 ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল ফোটো তুলতে সক্ষম। ফোনটির পেছনে 13 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা আছে।

শাওমিকে টক্কর দিতে মীজু আনছে ডুয়েল ক‍্যামেরাসহ বেজল লেস স্মার্টফোন, 3 রকম রঙে লঞ্চ হবে

ফোনটি ডুয়েল সিম এবং 4জি ভোলটিই সাপোর্টেড। নোট 6-এর হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে আছে 4,070 এম‌এএইচ ব‍্যাটারী যা 350 ঘন্টার স্ট‍্যান্ড বাই দিতে সক্ষম। কোম্পানি 32 জিবি র‍্যামের মডেলটি 8,999 টাকা এবং 64 জিবি র‍্যামের মডেলটি 9,999 টাকা নির্ধারণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here