Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন

COVID-19 অর্থাৎ কোরোনা ভাইরাস ভারতে আরও একবার খুব দ্রুত বেড়ে যাচ্ছে। দিল্লি, মুম্বাই এর মতো মহানগরে এর প্রকোপ দেখা গেছে। এটি দেখে সরকার কোরোনা এর ভ‍্যাক্সিন লাগানোর প্রক্রিয়া‌ও দ্রুত করে দিয়েছে। 1মে থেকে 18 বছরের উপরের মানুষদের ভ‍্যাক্সিন লাগানো শুরু হয়ে গেছে। অথচ সরকার পরিস্কার ভাবে বলেছে যে 18 বছর থেকে 45 বছর পর্যন্ত বয়সের মানুষদের বিনা রেজিস্ট্রেশন এ ভ‍্যাক্সিন লাগানো হবে না। আবার 45 বছরের উপরের যারা তাদের ভ‍্যাক্সিন আগে থেকেই লাগানো হচ্ছে। আমরা গত কিছুদিনে আপনাদের Corona Vaccine রেজিস্ট্রেশন এর পুরো প্রক্রিয়া বলেছিলাম। আবার আপনিও এই মহামারী থেকে বাচার জন্য Corona Vaccine লাগাতে পারবেন। কিন্তু রেজিস্ট্রেশন এর পরেও আপনার এই চিন্তা থাকছে যে আপনার বাড়ির নিকটবর্তী Corona Vaccine Centre কোথায়? তাহলে আপনি এই তথ্য এখন Whatsapp এর মাধ্যমে জানতে পারবেন।

আরও পড়ুন: Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার?

Whatsapp এ Corona Vaccine এর তথ‍্য

আসলে MyGovIndia টুইটার হ‍্যান্ডেল থেকে পোস্ট করে এই কথাটি জানিয়েছেন যে Whatsapp এ MyGov Corona Helpdesk এখন নিজের নিকটবর্তী ভ‍্যাক্সিনেশন সেন্টার (COVID 19 Vaccine Centre Nearby) এর সম্পর্কে জানতে পারবেন। হেল্পডেস্ক হিন্দি আর ইংরেজি দুটি ভাষাতেই সাপোর্ট করে। এরকম করার জন্য আপনাকে কিছু সিম্পল প্রসেস ফলো করতে হবে।

এখন আপনি ভাবছেন হয়তো কোন নাম্বার এ আপনাকে ম‍্যাসেজ করতে হবে অর্থাৎ ডিটেইল পাওয়ার পুরো প্রসেস কি, আসুন আপনাকে এই সম্পর্কে পুরো তথ্য প্রদান করি। এই নাম্বার এ হোয়াটস‍অ্যাপ ম‍্যাসেজ করে কোরোনা ভ‍্যাক্সিন সেন্টার এর তথ্য এর সাথে আরও অনেক তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন: আজকে PAN Card Aadhaar এর সাথে যুক্ত করার শেষ দিন, এই জরুরি কাজটি না করলে খুব ক্ষতি হবে

  • সবার আগে আপনাকে নিজের ফোনে 9013151515 নাম্বার সেভ করতে হবে।
  • এই নাম্বার সেভ করার পরে ফোনে Whatsapp ওপেন করতে হবে।
  • হোয়াটস‍অ্যাপ ওপেন করার পরে সেভ করা নাম্বার এর চ‍্যাট বক্স ওপেন করুন আর Namaste লিখে পাঠান, চ‍্যাটবট আপনাকে 9টি অপশন এর সাথে রিপ্লাই করবে।

  • ভ‍্যাক্সিনেশন এর সম্পর্কে তথ‍্য পাওয়ার জন্য আপনাকে 1লিখে পাঠাতে হবে।
  • এরপরে আপনাকে 2টি অপশন দেওয়া হবে, এর মধ্যে সেন্টার এর তথ্য পাওয়ার জন্য 1 লিখে পাঠান।
  • যেই আপনি নিজের জায়গার পিন কোড লিখে পাঠাবেন আপনার পিন কোডের কাছর ভ‍্যাক্সিনেশন সেন্টার এর তথ্য পেয়ে যাবেন।

নোট: আপনাকে মনে করিয়ে দিই যে ডিফল্ট ভাষা ইংরেজি থাকে কিন্তু আপনি চাইলে ভাষা পাল্টিয়ে হিন্দি‌ও করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here