আজকে PAN Card Aadhaar এর সাথে যুক্ত করার শেষ দিন, এই জরুরি কাজটি না করলে খুব ক্ষতি হবে

নিজের পরিচয় তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে যে ডকিউমেন্ট দেওয়া হয় সেটি Aadhar Card। দেশে আধার কার্ডের ভেলু এর থেকেই বোঝা যায় যে ইন্কাম ট‍্যাক্স ডিপার্টমেন্ট এর আইডি PAN Card ও এর সাথে লিঙ্ক করা অনিবার্য করে দেওয়া হয়েছে। কিন্তু আম জনতাদের কাজ সুবিধার করার জন্য ইন্কাম ট‍্যাক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে প‍্যান কার্ডকে আধার কার্ডের সাথে যুক্ত করার প্রক্রিয়া অনেক আগেই শুরু করে দিয়েছিল আর আজকে অর্থাৎ 31 মার্চ এর শেষ দিন‌ও চলে এসেছে। যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ এখনো প‍্যান কার্ড আদার কার্ডের সাথে যুক্ত করে থাকে তাহলে যেকোনো পরিস্থিতিতে আজকে করতে হবে নাহলে ভারত সরকারের পক্ষ থেকে ভারি জরিমানা আদায় করা হবে। আজকে সত্যিই শেষ দিন, কিন্তু চিন্তার কোনো কারন নেই। কারন আগে বলা স্টেপের দ্বারা আপনি ঘরে বসেই নিজের PAN Card কে Aadhar এর সাথে যুক্ত করতে পারবে।

1. সবার আগে আপনাকে ইন্কাম ট‍্যাক্স ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট ওপেন করতে হবে।

2. ওয়েবসাইট ওপেন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন- https://incometaxindiaefiling.gov.in/

3. ই-ফাইলিং ওয়েবসাইট এর হোম পেজে আপনি লিংক আধার এর অপশন পাবেন, আপনাকে তাতে ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে ক্লিক করেও ওয়েব পেজ এ যেতে পারেন।

4. এই লিঙ্ক এ আপনাকে নিজের প‍্যান নাম্বার, আধার নাম্বার এবং আধার কার্ডের অন‍্যান‍্য তথ্য ভরতে হবে।

5. সব ডিটেইলস ভরার পরে ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অফ ইন্ডিয়া দ্বারা এই ডিটেইলস এর ভেরিফিকেশন করা হবে।

লিঙ্ক না করলে এই ক্ষতি হবে

প‍্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে

বলে দিই যে ইন্কাম ট‍্যাক্স ডিপার্টমেন্ট এই কথাটি আগেই বলেছেন যে শেষ ডেডলাইন(31 মার্চ 2021) পর্যন্ত এই দুটি ডকিউমেন্ট লিঙ্ক না করলে আপনার প‍্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। বলে দেওয়া যাক যে প‍্যান কার্ডের ব‍্যবহার অনেক জায়গায় হয় উদাহরণ স্বরূপ ব‍্যাঙ্ক এ 50,000 টাকার বেশি ট্রানজ‍্যাকশন এ প‍্যান কার্ড অনিবার্য।

1 হাজার টাকার লেট ফিস

কেন্দ্র সরকার আগেই আধার আর প‍্যান কার্ড লিঙ্ক করায় দেরি হলে 1 হাজার টাকার লেট ফিস চার্জ করেছিল। এই জরিমানা এর জন্য লোকসভা তে সেক্শান 234H (ফাইনান্স বিল) পেশ করা হয়েছিল, যার অনুযায়ী আধার আর প‍্যান কার্ড লিঙ্ক না হলে 1000 টাকার জরিমানা দিতে হবে। এই লেট Fee একটি নিষ্ক্রিয় প‍্যান কার্ড রাখলে সেই পেনাল্টি ছাড়া আলাদা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here