Vivo এর ঘোষণা: থেমে গেল Vivo V19 এর লঞ্চ, স্মার্টফোনের পরিবর্তে তৈরি করবে মাস্ক এবং করবে করোনা প্রতিরোধে সাহায্য

টেক কোম্পানি ভিভোর ঘোষণা অনুযায়ী তাদের আগামীকাল অর্থাৎ 26 মার্চ ভারতে Vivo V19 ফোনটি লঞ্চের কথা। গত 20 মার্চ থেকে দেশে ফোনটির প্রিবুকিঙ‌ও শুরু হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহের শেষের দিকে ফোনটির লঞ্চ ডেট পরিবর্তন করে জানিয়েছিল করোনা ভাইরাসের প্রকোপে ফোনটি আগামী এপ্রিল মাসে লঞ্চ করা হবে। এই ঘোষণার পর Vivo V19 এর লঞ্চ ডেট 3 এপ্রিল রাখা হয়। কিন্তু করোনার ক্রমবর্ধমান পরিস্থিতির কথা মাথায় রেখে কোম্পানি অস্থায়ী সময়ের জন্য Vivo V19 এর লঞ্চ স্থগিত রাখার ঘোষণা করল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে ফোনটি লঞ্চ করা হচ্ছে না।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A31

Vivo তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে টুইট করে ঘোষণা করেছে যে কোম্পানি তাদের Vivo V19 এর লঞ্চ স্থগিত করেছে। ভারতে বর্তমানে এই ফোনটি লঞ্চ করা হবে না। শুধুমাত্র Vivo V19 নয়, কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত আগামী কিছু দিনের জন্য ভারতে কোম্পানি তাদের কোনো প্রোডাক্ট পেশ করবে না। ভিভো তাদের ফোন বানানোর জন্য যে পুঁজি প্রয়োজন সেটি ভারত সরকারের সাহায‍্যার্থে ব‍্যবহার করবে এবং সেই টাকায় ফোনের বদলে কোম্পানি এন95 অর্থাৎ সার্জিক্যাল ও মেডিকেল মাস্ক তৈরি করবে। এই মাস্ক দেশের আপৎকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য ও চিকিৎসার সঙ্গে নিযুক্ত করোনা যোদ্ধাদের দেওয়া হবে।

Vivo V19 

কোম্পানি তাদের Vivo V19 ফোনটি গ্লাস ডিজাইনের সঙ্গে পেশ করতে পারে এবং এতে 6.44 ইঞ্চির এফ‌এইচডি+ ডুয়েল ভিউ আইভিউ ই3 সুপার এমোলেড ডিসপ্লে থাকতে পারে। এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হবে এবং এতে 409 পিপিআই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ভারতে Vivo V19 2.3 গিগাহার্টস অক্টাকোর স্ন‍্যাপড্রাগন 712 এস‌ওসি এর সঙ্গে পেশ করা হবে। এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এতে ট্রিপল কার্ড স্লট থাকবে অর্থাৎ এই ফোনে এক‌ই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Exclusive: চলে এল Huawei P40 P40 Pro এর ফুল স্পেসিফিকেশন, লঞ্চ হবে 26 মার্চ

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ‘এল’ শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। এইদিক থেকে Vivo V19 এর ইন্ডিয়ান ভার্সন ও ইন্দোনেশিয়ার ভেরিয়েন্ট অনেকটা একরকম হবে। এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর থাকবে। সেলফিও জন্য Vivo V19 এ ডুয়েল পাঞ্চ হোল দেওয়া হবে যার মধ্যে একটিতে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং অন‍্যটিতে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।

সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হবে। কোম্পানি তাদের Vivo V19 ফোনটি Mystic Silver ও Piano Black কালার ভেরিয়েন্টে পেশ করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ভিভো ফ্ল‍্যাশ চার্জ 2.0 টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হবে। Vivo V19 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত ফনটাচ ওএস 10 এ কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ওয়াইফাই 802.11 a/b/g/n, ব্লুটুথ 5.0, 4জি ও ইউএসডি টাইপ সি পোর্ট থাকবে। কোম্পানি এর আগে অফিসিয়ালি জানিয়েছে ভারতে Vivo V19 ফোনটি 25,000 টাকার আশেপাশের দামে লঞ্চ করা হবে। আরেকটি বিশ্বস্ত সোর্স থেকে আমরা জানতে পেরেছি ফোনটির দাম হবে 24,990 টাকা।

আরও পড়ুন: 5020 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে Xiaomi লঞ্চ করল শক্তিশালী ফোন Redmi Note 9S

ভারত সরকারের WhatsApp Number

ভারত সরকার বর্তমানে প্রতিদিন একের পর এক নতুন ঘোষণা করে চলেছে। প্রত‍্যেক ব‍্যাক্তিকে COVID-19 অর্থাৎ Corona Virus সম্পর্কে সজাগ করার জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নাম্বার জারি করা হয়েছে। এই নাম্বারটি হল +919013151515

ভারত সরকার করোনা ভাইরাস সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য প্রচার করার জন্য এই নাম্বারটি জারি করেছে। এই নাম্বারটি ব‍্যবহার করার জন্য আগে নাম্বারটি নিজের ফোনে সেভ করে নিন। ফোনে নাম্বারটি সেভ করলেই হোয়াটসঅ্যাপের কনট‍্যাক্ট লিস্টে ‘9013151515’ নাম্বারটি চলে আসবে।

আরও পড়ুন: লাইভ করা হল Samsung Galaxy A31 এর প্রোডাক্ট পেজ, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে

এই নাম্বারে সামান্য ‘Hi’ লিখে পাঠাতে হবে। ম‍্যাসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে রিপ্লাই চলে আসবে। ম‍্যাসেজের মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ, এর থেকে বাঁচার উপায় ও সংক্রমণ আটকানোর উপায় সম্পর্কে বলা হবে। এছাড়াও এই নাম্বারে চ‍্যাট করে আপনারা সরাসরি AIIMS (All India Institute of Medical Sciences) এর ডাইরেক্টরদের থেকে উপদেশ পেতে পারেন।

আমরা আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি এই খবর ও এই নাম্বারটি যত বেশি পরিমাণে সম্ভব শেয়ার করুন যাতে আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও অন‍্যান‍্য কাছের মানুষরা সঠিক সময়ে প্রয়োজনীয় সঠিক তথ্য পেতে পারেন। এই মুহুর্তে দাঁড়িয়ে সঠিক তথ্য এবং নিজেদের সুরক্ষিত রাখাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here