বন্ধ হতে চলেছে Jio, Airtel, BSNL ও Vi এর প্রচুর SIM, জেনে নিন লিস্টে আপনার নাম্বার আছে কি না!

যদি আপনার নামে 9টির বেশি SIM কার্ড নেওয়া থাকে তবে এবার আপনার দুশ্চিন্তা বাড়তে চলেছে। শুরুতেই বলে রাখি যারা নতুন নতুন নাম্বার নিতে ভালোবাসেন তাদের টেলিকম বিভাগের নেওয়া এই নতুন নিয়ম পছন্দ না হ‌ওয়াই স্বাভাবিক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব তাড়াতাড়ি এই ধরনের ক্ষেত্রে সিম কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ও সম্পূর্ণভাবে অকেজো হয়ে যাবে। টেলিকম বিভাগ (DoT) এর পক্ষ থেকে গোটা দেশে নয়টির বেশি (জম্মু ও কাশ্মীর, আসাম ও উত্তর-পূর্ব ভারতের এলাকায় ছয়টি) কানেকশন থাকলে গ্ৰাহকদের সিম ভেরিফাই করার আদেশ দেওয়া হয়েছে এবং নন-ভেরিফিকেশনের ক্ষেত্রে সিম ডিসকানেক্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: BSNL এর এই Recharge এর সামনে পিছিয়ে পড়লো Jio, 200 টাকার কম দামে পাওয়া যাচ্ছে 56GB ডেটা, ফ্রি কলিং এবং আর‌ও অনেক সুবিধা

অর্থনৈতিক অপরাধ, ফেক ও অটোমেটেড কল এবং বিভিন্ন ধরনের জোচ্চুরির ঘটনার কথা সামনে আসার পর টেলিকম বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। DoT এর পক্ষ থেকে টেলিকম অপারেটরদের বলা হয়েছে যেসব ফোন নাম্বার নিয়ম মেনে ব‍্যবহার করা হয় না সেইসব মোবাইল কানেকশন ডেটাবেস থেকে সরিয়ে দিতে বলা হয়েছে।

DOT এর নির্দেশ অনুযায়ী, সাবসক্রাইবারদের কোন নাম্বার চালু রাখতে চান এবং কোন কানেকশন ডিঅ্যাক্টিভেট করতে চান তা বাছাই করার সুযোগ দেওয়া হবে। আরও বলা হয়েছে, গোটা দেশে কোনো ইউজারের কাছে যদি নয়টির বেশি (জম্মু ও কাশ্মীর, আসাম ও উত্তর-পূর্ব ভারতের এলাকায় ছয়টি) কানেকশন থাকে সেক্ষেত্রে রিভেরিফাই করার জন্য পয়েন্ট দেওয়া হবে।

আরও পড়ুন: Motorola ভারতে লঞ্চ করল সস্তা এবং শক্তিশালী স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 5G এর শক্তি এবং 50MP ক‍্যামেরা

ফ্ল‍্যাগ করা মোবাইল কানেকশনগুলির আউটগোয়িং কল ও ইন্টারনেট ডেটা পরিষেবা 30 দিনের মধ্যে ডিসকন্টিনিউ করে দেওয়া হবে। এক‌ইভাবে 45 দিনের মধ্যে অন‍্যান‍্য পরিষেবাও বন্ধ করা হবে। যদি ইউজার নিজে থেকেই তাদের কোনো নাম্বার সমর্পণ করেন তখন তিনি তাঁর কোটায় নতুন সিম নিতে পারবেন। এছাড়া কেউ ভেরিফাই না করালে তাঁর নাম্বার পুরোপুরি বন্ধ করা হবে এবং গত 7 ডিসেম্বরে থেকে এই কাজ শুরু হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here