লঞ্চ হল Nokia G42 5G স্মার্টফোন, সুন্দর স্টাইলের সঙ্গে আছে দারুণ স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস

মার্কেটে এসে গেছে নোকিয়ার একটি নতুন স্মার্টফোন। ব্র্যান্ডের মালিক কোম্পানি HMD Global এর পক্ষ থেকে আন্তর্জাতিক মার্কেটে Nokia G42 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনটিকে তাদের প্রথম user-repairable 5G phone বলে জানিয়েছে অর্থাৎ ইউজাররা নিজেই ফোনটি খুলে সারিয়ে নিতে পারবেন। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 2023 এর জুন মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy F54, Moto Razr 40 Ultra সহ একাধিক ধামাকাদার ফোন, জেনে নিন দাম এবং ফিচার

ইউজার নিজেই করতে পারবেন রিপেয়ার

নোকিয়া জি42 5জি ফোনটির জন্য কোম্পানি iFixit এর সঙ্গে হাত মিলিয়েছে। কোম্পানির বক্তব্য অনুয়াজ্যি এই ফোনের ব্যাটারি, ডিসপ্লে, ব্যাক কভার এবং চার্জিং পোর্টের মতো পার্টগুলি ইউজাররা নিজেরাই ঠিক করতে পারবেন। এর জন্য কোম্পানির পক্ষ থেকে ফোনটির বক্সে টুল কিটও দেওয়া হচ্ছে। এছাড়া ফোনের রিপ্লেসমেন্ট পার্টগুলি আইফিক্সইটের পক্ষ থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত সেল করা হবে। এই ফোনটির বডি রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে।

Nokia G42 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: নোকিয়া জি42 5জিতে 720 × 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: নোকিয়া জি42 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি 4GB RAM ও 6GB RAM ভেরিয়েন্টে পেশ করেছে এবং এতে 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আরও পড়ুন: আর মাত্র একদিন! 30 জুন শেষ হবে প্যান-আধার লিঙ্কের ডেডলাইন, জেনে নিন লিঙ্ক করার সম্পূর্ণ প্রসেস

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে এবং এতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য নোকিয়া জি42 5জিতে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 20 ওয়াট ফাস্র চার্জিং টেকনোলজি রয়েছে।

অন্যান্য ফিচার: Nokia G42 5G ফোনটি 5G ও 4G উভয় নেটওয়ার্কে কাজ করে এবং এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Samsung এর আরও একটি লো বাজেট ফোন Galaxy A25 5G, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

Nokia G42 5G এর দাম

Nokia G42 5G ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM +128GB স্টোরেজ রয়েছে এবং এই মডেলের দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। অন্যদিকে ফোনটির 6GB RAM +128GB মেমরি মডেলের দাম $199 রাখা হয়েছে যা প্রায় 16,300 টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি Purple এবং Grey কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here