Jio এর থেকে প্রথম স্থান কাড়তে চলেছে Starlink, পাওয়া যাবে সস্তা ইন্টারনেট

Elon Musk এর রকেট কোম্পানি SpaceX এর স‍্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন Starlink কিছু দিন আগে ভারতে তাদের ব‍্যাবসা রেজিস্টার করেছে, এরপর থেকেই মনে করা হচ্ছে দেশের মার্কেটে উপস্থিত অন‍্যান‍্য কোম্পানিগুলি এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে চলেছে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে স্টারলিঙ্ক আন্তর্জাতিক মার্কেটের তুলনায় ভারতে সস্তা দরে তাদের পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। এছাড়াও কোম্পানি ভারতে ডিপোজিট অ্যামাউন্টের সঙ্গে প্রিবুকিং নেওয়া শুরু করে দিয়েছে এবং ইউজারদের পক্ষ থেকেও ভালো রেসপন্স পাওয়া গেছে।

চাপের মুখে Jio, Airtel ও Vodafone idea

ET Telecom এর রিপোর্ট থেকে জানা গেছে Starlink ভারতে সাবসিডাইজড রেটে সাবস্ক্রিপশন প্ল‍্যান দিচ্ছে। স্টারলিঙ্কের ইন্ডিয়া হেড সঞ্জয় ভার্গব ইটি টেলিকমের কাছে জানিয়েছেন তাদের সার্ভিসের দাম যথেষ্ট বেশি এবং সেই দামে ভারতে পরিষেবা চালু করলে সেটি দেশের বেশিরভাগ মানুষের ক্ষমতার বাইরে চলে যেত। তিনি আরও জানিয়েছেন Starlink এর উচিত ভারতে এমন পরিষেবা আনা যা দামের দিক থেকে সবার চেয়ে এগিয়ে থাকবে। শুরুতে কোম্পানি দেশের সেইসব এলাকায় ফোকাস করতে চাইছে যেখানে ভালো ভাবে ইন্টারনেট অ্যাকসেস করা মুশকিল। একদিকে সস্তা দাম ও অন‍্যদিকে ভালো ইন্টারনেট পরিষেবার মাধ্যমে কোম্পানি ভারতের ইন্টারনেট জগতে নতুন যুগের সূচনা করতে চলেছে।

পাওয়া যাবে 150Mbps পর্যন্ত স্পীড

জানিয়ে রাখি Starlink এই বছরের শুরুতে ভারতে বুকিং শুরু করেছিল। তখন ভারতীয় ইউজারদের 7,500 টাকা ডিপোজিট করাতে হয়েছিল। প‍্যাকেজের মধ্যে কোম্পানি একটি ডিশ স‍্যাটেলাইট, একটি রিসিভার এবং অন‍্যান‍্য কিছু আইটেম দেবে। শুরুতেই ইউজাররা 100 থেকে 150Mbps পর্যন্ত স্পীড পাবে বলে জানা গেছে।

জানিয়ে রাখি কোম্পানির বর্তমান টার্গেট 30,000 স্টারলিঙ্ক স‍্যাটেলাইট অরবিটে স্থাপন করা এবং লক্ষ লক্ষ গ্ৰাহকদের জন্য তাদের ইউজার পুল বিস্তার করা। কয়েক দিন আগে Starlink গ্ৰহকদের 1,00,000 টার্মিনাল পাঠিয়েছে। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো স‍্যাটেলাইট ব‍্যবহার করে গ্লোবাল ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করা। রিপোর্ট অনুযায়ী স্টারলিঙ্ক ভারতে তাদের টেলিকমিউনিকেশন সার্ভিস শুরু করতে চলেছে। স‍্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস, কন্টেন্ট স্টোরেজ ও স্ট্রীমিং, মাল্টিমিডিয়া কমিউনিকেশন ছাড়াও এতে অন‍্যান‍্য পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here