Elon Musk এর অধীনস্থ রকেট প্রস্তুত করা কোম্পানি SpaceX এর স্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন স্টারলিঙ্ক খুব শীঘ্রই ইন্ডিয়াতে নিজের সার্ভিস শুরু করতে পারে। আসলে স্টারলিঙ্কের ইন্ডিয়াতে নিজের ব্রডব্যান্ড এবং অন্যান্য পরিষেবা দেওয়ার জন্য কমার্শিয়াল লাইসেন্সের জন্য আগামী বছরের শুরুতে আবেদন করার কথা ভাবছে। এই কথাটি অন্য কেও না স্বয়ং ভারতের স্টারলিঙ্ক কান্ট্রি ডায়রেক্টার সঞ্জয় ভার্গাভ জানিয়েছেন। কিন্তু এর মাঝেই স্টারলিঙ্কের সার্ভিস কস্ট সম্পর্কিত তথ্য জানা গেছে, যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন কারন এই দামটি ভারতে খুবই বেশি হতে চলেছে।
এত টাকা হতে চলেছে চার্জ
স্টারলিঙ্কের ইন্ডিয়া হেড সঞ্জয় ভার্গাভের Linkedin পোস্ট অনুযায়ী ভারতে স্টারলিঙ্ক সার্ভিসের জন্য গ্রাহকদের প্রথম বছরে প্রায় 1,58,000 টাকা দিতে হবে। অর্থাৎ Starlink সার্ভিসের জন্য গ্রাহকদের অত্যাধিক টাকা দিতে হবে।
স্টারলিঙ্কের ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ডিভাইস প্রতি প্রথম মাসে 499 ডলার (প্রায় 37,400 টাকা) খরচ হতে চলেছে। আবার মান্থলি সাবস্ক্রিপশন চার্জ 99 ডলার (প্রায় 7,245 টাকা) দিতে হবে। এছাড়া 30 শতাংশ ট্যাক্স এবং অন্যান্য কিছু চার্জ দিতে হবে। এই হিসাব গুলির অনুযায়ী এই সার্ভিসটি অনেকটাই দামি হতে চলেছে। কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি স্কুল, হেল্থকেয়ার সেন্টার গুলিকে সস্তায় কানেক্টিভিটি অফার করতে পারে।
আগামী বছর পাবে লাইসেন্স
অন্যদিকে লিঙ্কেদিন পোস্টে সঞ্জয় ভার্গাভ বলেছেন “আমরা আশা করছি যে আগামী 31 জানুয়ারি, 2022 অথবা তার আগেই কমার্শিয়াল লাইসেন্সের জন্য আবেদন করতে পারি।” এছাড়া কোম্পানি যদি আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সার্ভিস শুরু করতে পারে, তাহলে টার্গেট থাকবে ডিসেম্বর 2022 এর মধ্যে 200,000 স্টারলিঙ্ক ডিভাইস স্থাপিত করা।
ফেব্রুয়ারিতে স্পেসএক্স কোম্পানি ইউএস, কানাড এবং ইউকের মতো নির্বাচিত দেশ গুলিতৈ স্টারলিঙ্ক উপগ্রহ পরিষেবার প্রি-বুকিং করা শুরু করে দিয়েছিল। পরে ভারতে এর প্রি-বুকিং শুরু করেছে। স্টারলিঙ্কের কান্ট্রি ডায়রেক্টার সঞ্জয় ভার্গাভ বিগত দিনেই জানিয়েছেন যে কোম্পানি দেশে 5,000 এর বেশি প্রি-বুকিং পেয়ে গেছে। তিনি এও বলেছেন যে কোম্পানি গ্রামীণ ক্ষেত্রে ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করার জন্য দেশে টেলিকম অপারেটরের সাথে অংশিদারি করার পরিকল্পনা করছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন