কোম্পানি নিয়ে এসেছে 22টিরও বেশি ওটিটি এবং 400Mbps স্পীডযুক্ত প্ল্যান, জেনে নিন ডিটেইলস

হায়দ্রাবাদে Excitel তাদের ইউজারদের জন্য নতুন ওটিটি (ওভার দা টপ) প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। কোম্পানি আগে থেকেই এই সেগমেন্টে তাদের ইন্টারনেট প্ল্যানের সঙ্গে ওটিটি বেনিফিট এবং লাইভ টিভি চ্যানেল দিচ্ছিল। তবে এখন এতে আরও প্ল্যাটফর্ম যোগ করা হয়েছে। আইএসপির লক্ষ্য হল হায়দ্রাবাদের বাসিন্দাদের পছন্দ অনুযায়ী আঞ্চলিক কনটেন্ট প্ল্যাটফর্ম এবং চ্যানেল যোগ করা।

এক্সাইটেলের বক্তব্য অনুযায়ী বর্তমানে তাদের কেবল কাটার প্ল্যানে 300+ লাইভ টিভি চ্যানেল, প্রিমিয়াম স্থানীয় কেবল টিভি চ্যানেল এবং 36টি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা যায়। এই প্ল্যানে 400 এমবিপিএস স্পীড এবং আনলিমিটেড ডেটা বেনিফিট পাওয়া যায়। যেসব ইউজাররা 12 মাসের ভ্যালিডিটি সহ প্ল্যান সিলেক্ট করবেন তাদের প্রতিমাসে খরচ হবে মাত্র 554 টাকা । চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যান এবং এর সঙ্গে পাওয়া ওটিটি সম্পর্কে।

হায়দ্রাবাদে Excitel এর কেবল কাটার প্ল্যান

হায়দ্রাবাদে Excitel এর 200 এমবিপিএস, 300 এমবিপিএস এবং 400 এমবিপিএস স্পীড সহ তিনটি কেবল কাটার প্ল্যান রয়েছে। যেসব ইউজাররা তিন মাসের ভ্যালিডিটি সহ প্ল্যান খুঁজছেন তাঁরা 400 এমবিপিএস স্পীডযুক্ত প্রতিমাসে 1159 টাকা দামের প্ল্যানটি নিতে পারেন। তবে দীর্ঘমেয়াদী প্ল্যান রিচার্জ করলে প্রতিমাসে খরচ অনেকটাই কমে যায়। এই প্ল্যানে ওয়াইফাই, 36 ওটিটি এবং আইপিটিবি বেনিফিট পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here