এক্সক্লুসিভ : অসাধারণ ফিচারের সঙ্গে ভারতে আসতে চলেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এ2 কোর, জেনে নিন এই দুর্দান্ত ফোনের দাম

স‍্যামসাঙের আগামী স্মার্টফোন গ‍্যালাক্সি এ2 কোর কিছু দিন আগে ব্লুটুথ সার্টিফিকেশন সাইট ও ওয়াইফাই সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এবার 91মোবাইলস স‍্যামসাং গ‍্যালাক্সি এ2 কোরের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশনের কথা জানতে পেরেছে।

রিয়েলমি 3 এর লঞ্চ ডেট ঘোষণা হল, 22 এপ্রিল লঞ্চ হবে এই দারুণ ফোনটি

দাম
গ‍্যালাক্সি এ2 কোর অ্যান্ড্রয়েড গোযুক্ত স্মার্টফোন হবে যা ভারতীয় মার্কেটে রেডমি গোকে কড়া টক্কর দেবে। তথ্য অনুযায়ী গ‍্যালাক্সি এ2 কোর ফোনটি ভারতে 5,290 টাকা দামে লঞ্চ করা হবে। কোম্পানির তরফ থেকে ফোনটি রেড, ডার্ক গ্ৰে ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। তবে শাওমি তাদের রেডমি গো ফোনটি ভারতে 4,499 টাকা দামে লঞ্চ করেছিল।

স্পেসিফিকেশন ও ফিচার
এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী গ‍্যালাক্সি এ2 কোরে 5.0 ইঞ্চির কিউএইচডি এলসিডি ডিসপ্লে আছে। এই ফোনে প্রসেসিঙের জন্য 1.6 গিগাহার্টস অক্টাকোর এক্সনস 7870 চিপসেট দেওয়া হবে। এছাড়া গ‍্যালাক্সি এ2 কোরে 1 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে।

ভারতে আসতে চলেছে কবজিতে বাঁধা এই ফোন, লুক দেখে প্রেমে পড়তে হয়

ফোটোগ্ৰাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ2 কোরের উভয় প‍্যানেলে এক‌ই ধরনের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে। গ‍্যালাক্সি এ2 কোর একটি অ্যান্ড্রয়েড গোযুক্ত স্মার্টফোন হবে যা অ্যান্ড্রয়েড 9 পাই ওএসের সঙ্গে পেশ করা হবে। তথ্য অনুযায়ী গ‍্যালাক্সি এ2 কোর ফোনটির ফোন বডি 141.5 × 70.9 × 9.1 এম‌এম ডায়মেনশনযুক্ত হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 2,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

ডিজাইন
লিকে গ‍্যালাক্সি এ2 কোরের ফোটোও দেখানো হয়েছে। এই ফোটো থেকে গ‍্যালাক্সি এ2 কোরের ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। এই ফোনটি পুরোনো মোটো বেজলযুক্ত ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে। এর আগের ফোটো থেকে জানা গেছিল স‍্যামসাং গ‍্যালাক্সি এ2 কোরের ব‍্যাক প‍্যানেলে বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। ক‍্যামেরা সেট‌আপের নিচে বাঁদিকে স্পীকার দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here