রিয়েলমি 3 এর লঞ্চ ডেট ঘোষণা হল, 22 এপ্রিল লঞ্চ হবে এই দারুণ ফোনটি

গত মাসে ভারতে লঞ্চ করা স্মার্টফোন রিয়েলমি 3 যথেষ্ট সফলতা লাভ করেছে। ইন্ডিয়ান ইউজারদের মধ্যে ফোনটি এতটাই জনপ্রিয় হয়েউঠেছে যে মাত্র তিন সপ্তাহের মধ্যে রিয়েলমি 3 এর 5 লক্ষের‌ও বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে। কোম্পানি জানিয়েছে তারা এই ফোনটির আরেকটি ভার্সন আনতে চলেছে যা রিয়েলমি 3 প্রো নামে লঞ্চ করা হবে। গতকাল কোম্পানির সিইও মাধব শেঠ তার অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে রিয়েলমি 3 প্রোর রিয়েল ইমেজ শেয়ার করেন। এবং আজ ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে রিয়েলমি 3 প্রো আগামী 22 এপ্রিল ভারতে লঞ্চ করা হবে।

ভারতে আসতে চলেছে কবজিতে বাঁধা এই ফোন, লুক দেখে প্রেমে পড়তে হয়

কোম্পানির পক্ষ থেকে রিয়েলমির আগামী স্মার্টফোন রিয়েলমি 3 প্রোর লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 22 এপ্রিল তাদের আগামী ডিভাইস রিয়েলমি 3 প্রো টেক মঞ্চে পেশ করা হবে এবং ভারতেও লঞ্চ করে দেওয়া হবে। এই টুইটে লঞ্চ ডেট 22 এপ্রিলের সঙ্গে আরও বলা হয়েছে রিয়েলমি 3 প্রোর লঞ্চ ইভেন্ট দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে দুপুর সাড়ে 12টা থেকে শুরু হবে। রিয়েলমি 3 প্রোর এই লঞ্চ টিজারে #SpeedAwakens লেখা আছে।

প্রসঙ্গত গতকাল রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ একটি টুইট করে রিয়েলমি 3 প্রোর ফ্রন্ট প‍্যানেল দেখান। এই ফোনে ফোর্টনাইট গেম খেলতে খেলতে সিইও টুইট করেন রিয়েলমি 3 প্রোর প্রসেসর অসাধারণ গেমিং সাপোর্ট করে এবং ইউজারদের দারুণ এক্সপেরিয়েন্স দেবে। এই টুইটে রিয়েলমি 3 প্রো ফোনটিকে কয়েক দিন আগে ভারতে লঞ্চ করা কয়েকটি প্রো ফোনের প্রতিদ্বন্দ্বী বলা হয়েছে। এই টুইটে শাওমি রেডমি নোট 7 প্রোকে টার্গেট করা হয়েছে এবং রিয়েলমি 3 প্রোকে এই ফোনের থেকেও অ্যাডভান্স বলা হয়েছে।

স‍্যামসাং পেশ করল গ‍্যালাক্সি এ20ই, কম দামে পাওয়া যাবে অসাধারণ ফিচার

রিয়েলমি 3 প্রোর স্পেসিফিকেশন
রিয়েলমি 3 প্রো সম্পর্কে একটি লিকে বলা হয়েছে ভারতে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। রিয়েলমি 3 প্রোর সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এক‌ই ভাবে রিয়েলমি 3 প্রোর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম থাকবে ও এতে 64 জিবি মেমরি দেওয়া হবে।

রিপোর্ট অনুযায়ী রিয়েলমি 3 প্রো কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এই চিপসেটটি 10 এন‌এম টেকনিকে বানানো হবে এবং অক্টাকোর প্রসেসরযুক্ত হবে। লিক অনুযায়ী রিয়েলমি 3 প্রো ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হবে। রিপোর্টে বলা হয়েছে রিয়েলমি 3 প্রোর একটি ব‍্যাক ক‍্যামেরা সেন্সর সোনী আইএম‌এক্স519 সেন্সরযুক্ত হবে। আরও বলা হয়েছে এই ফোনে বিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিক‌ও দেওয়া হবে।

শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড়

রিয়েলমি 3
এক‌ই সঙ্গে আপনাদের ভারতে হিট হ‌ওয়া রিয়েলমি 3 এর ভেরিয়েন্ট ও দাম সম্পর্কে বলে দেওয়া যাক। ভারতে রিয়েলমি 3 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি আছে। ভারতে রিয়েলমি 3 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here