ভারতে আসতে চলেছে কবজিতে বাঁধা এই ফোন, লুক দেখে প্রেমে পড়তে হয়

চীনা টেক কোম্পানি নুবিয়া এবছর বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে নুবিয়া আলফা ওয়‍্যারেবল‌ স্মার্টফোন পেশ করেছিল। এরপর কোম্পানি তাদের এই ফ্লেক্সিবল স্ক্রিন‌ওয়ালা স্মার্টফোন তাদের ঘরোয়া মার্কেটে লঞ্চ করে। আপনি যদি ফোনটির জন্য ভারতে এতদিন অপেক্ষা করছিলেন তবে আপনার জন্য সুখবর আছে, কোম্পানি জানিয়ে দিয়েছে নুবিয়া আলফা মে মাসে ভারতে লঞ্চ করা হবে।

স‍্যামসাং পেশ করল গ‍্যালাক্সি এ20ই, কম দামে পাওয়া যাবে অসাধারণ ফিচার

যদিও কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনটি মুড়ে কবজিতে ঘড়ির মতো পড়া যায়। ফোনটি যাতে সহজেই মুড়ে ফেলা যায় তার জন্য এতে ফ্লেক্সিবল স্ক্রিন দেওয়া হয়েছে, যার জন্য এটি সম্ভব হয়েছে।

কোম্পানির তথ্য অনুযায়ী নুবিয়া আলফার সঙ্গে নুবিয়া পডস‌ও পেশ করা হবে। এটি কোম্পানির প্রথম ওয়ারলেস ইয়ারবাড এবং এর জন্য কোম্পানি ওয়ানমোরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে

শাওমি শুরু করল “নি সুপার সেল”, জেনে নিন কোন ফোনে পাওয়া যাবে কত ছাড়

নুবিয়া আলফার দাম
নুবিয়া আলফার দাম এখনও কোম্পানি জানায়নি। কিন্তু চীনে ফোনটির প্রাথমিক দাম 3,499 ইউয়ান (প্রায় 36,000 টাকা)। ই সিম‌ওয়ালা ব্ল‍্যাক ভেরিয়েন্টের দাম‌ও 3,499 ইউয়ান (প্রায় 36,000 টাকা)। এই ফোনটির একটি ব্লুটুথ অনলি ভার্সন আছে যা এখনও চীনেও রিলিজ করা হয়নি। চীনের দাম থেকে ভারতের দামের ধারণা করা যায়।

স্পেসিফিকেশন
নুবিয়া আলফাতে 4 ইঞ্চির স্ক্রিন আছে। এই ওয়‍্যারেবল‌ স্মার্টফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ওয়‍্যার 2100 চিপসেট আছে। এতে 1 জিবি র‍্যাম ও 8 জিবি ইন্টারনাল মেমরি আছে।

কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ, ওয়াইফাই ও 4জি ই-সিম ফিচার আছে। ফোটোগ্ৰাফির জন্য নুবিয়া আলফাতে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে। এর সাহায্যে সেলফির সঙ্গে সঙ্গে ভিডিওও শুট করা যায়।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ70

এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 500 এম‌এএইচ ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী ফুল চার্জ করার পর দেড় থেকে দুই দিন ব‍্যাক‌আপ দেবে। ফিটনেস হেল্থ ট্র‍্যাকারের সঙ্গে এতে এয়ার কন্ট্রোল ফিচার আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here