Apple টেক মঞ্চে তাদের লেটেস্ট ডিভাইস iPhone 11 পেশ করে দিয়েছে। এবার Apple তাদের ডিভাইসের জন্য অন্য ধরনের ক্যামেরা সেটআপ ডিজাইন করেছে যা চৌকো শেপের এবং এতে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Apple iPhone লঞ্চ হয়ে গেছে, কিন্তু এমনই ডিজাইন আরও এক স্বনামধন্য ব্র্যান্ড Google এর আগামী স্মার্টফোনে দেখা যাবে। এর আগে Google Pixel 4 XL এর রেন্ডার ইমেজ লিক হয়েছিল যার ফলে এই ফোনটির ডিজাইন সম্পর্কে জানা গেছিল, এবার এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। Google Pixel 4 XL এর 5G মডেল সামনে এসেছে এবং এতে 8 জিবি শক্তিশালী র্যাম দেওয়া হয়েছে।
দাম কমলো Nokia 4.2 এবং Nokia 3.2 এর, প্রতিযোগিতায় পড়বে Realme-Redmi
Google Pixel 4 XL সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্য চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ থেকে জানা গেছে। গীকবেঞ্চে গুগলের আগামী পিক্সেল ডিভাইস Google Pixel 4 XL 5G নামে লিস্টেড করা হয়েছে। পিক্সেল ফোন সম্পর্কে এই লিস্টিং গতকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর করা হয়েছে যেখানে ফোনটির প্রসেসর ও ওএস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। গীকবেঞ্চের এই লিস্টিং থেকে সবচেয়ে বড়ো যে তথ্য জানা গেছে তা হল Google Pixel 4 XL এর 5G মডেলও টেক মঞ্চে পেশ করা হবে।
শক্তিশালী স্পেসিফিকেশন
Google Pixel 4 XL 5G এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে গীকবেঞ্চে বলা হয়েছে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হবে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি Google এর কোনো Pixel ডিভাইস এখনও পর্যন্ত এত বেশি র্যামের সঙ্গে লঞ্চ করা হয়নি। Google Pixel 4 XL কোম্পানির প্রথম স্মার্টফোনে হতে চলেছে যা এত শক্তিশালী র্যামের সঙ্গে লঞ্চ করা হবে।
মোবাইল নাম্বার পোর্টাবিলিটি এখন আরও সস্তা, দিতে হবে মাত্র 6 টাকারও কম
গীকবেঞ্চের তথ্য অনুযায়ী Google Pixel 4 XL 5G ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে এবং প্রসেসিঙের জন্য এই ফোনে 1.78 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। গীকবেঞ্চ স্কোরিঙের দিক থেকে সিঙ্গেল কোরে Google Pixel 4 XL 5G ফোনটি 761 স্কোর পেয়েছে এবং মাল্টি কোরে এই পিক্সেল ফোনটিকে 2326 স্কোর দেওয়া হয়েছে।
এমন হবে ডিজাইন
Google Pixel 4 XL এর রেন্ডার ইমেজে ফোনটির ব্যাক প্যানেল দেখানো হয়েছে যেখানে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপ স্পষ্ট দেখা গেছে। এই ফোটো থেকে জানা গেছে এই ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁঁদিকে চৌকো শেপে রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে এবং সবার নিচে ফ্ল্যাশ লাইট থাকবে। সামনে আসা রেন্ডার ইমেজে ক্যামেরা সেটআপের ডানদিকে “Auto Focus” লেখা দেখা গেছে। লিকে বলা হয়েছে Google Pixel 4 XL এর ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে একটি ক্যামেরা সেন্সর টেলিফোটো লেন্স হবে এবং একটি 3D ToF থাকবে।
Exclusive : লঞ্চের আগেই চলে এলো Vivo U10 এর লাইভ ইমেজ, দেখে নিন ফোনটির ডিজাইন
ফোনটির ফ্রন্ট প্যানেলে কোনো ধরনের নচ দেওয়া হয়নি। ডিসপ্লের ওপরে এবং নিচে হালকা বডি পার্ট আছে। রিপোর্ট অনুযায়ী Google Pixel 4 XL এর ডায়মেনশন 160.4 × 75.2 × 8.2 এমএম হবে এবং ফোনটি 9.3 এমএম চওড়া হবে। রিপোর্টে ফোনটির ডিসপ্লে সাইজ 6.25 ইঞ্চি বলা হয়েছে। Google Pixel 4 XL এর ওপরের বেজলে চারটি সেন্সর দেখা গেছে। এর মধ্যে দুটি সেলফি ক্যামেরা সেন্সর এবং দুটি অন্য সেন্সর। এর মধ্যে একটি ফেস আইডি মডিউলও হতে পারে। আশা করা হচ্ছে Google Pixel 4 XL ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। একই ভাবে এর নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে যার দুদিকে স্পীকার গ্ৰিল অবস্থিত।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন