এক্সক্লুসিভ: স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 প্রাইমে পাওয়ার বাটনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, দেখুন রেন্ডার ভিডিও ও ইমেজ

বিশ্বের অন‍্যতম প্রসিদ্ধ স্মার্টফোন কোম্পানি স‍্যামসাং প্রতি বছর তাদের জে সিরিজে নতুন ফোন লঞ্চ করে। কিছু দিন আগে ভারতে কোম্পানি গ‍্যালাক্সি জে4 ও।গ‍্যালাক্সি জে8 লঞ্চ করেছে। আবার কয়েক মাস ধরে কোম্পানির নতুন ফোন গ‍্যালাক্সি জে4 প্রাইম ও গ‍্যালাক্সি জে6 প্রাইম সম্পর্কে অনেক খবর পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগে এই ফোনগুলি কিছু সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আজ 91মোবাইলস কিছু সূত্রের সাহায্যে স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 প্রাইমের রেন্ডার 3ডি ইমেজ ও 360 ভিডিও লিক পেয়েছে যেখানে ফোনটির ডিজাইন খুব ভালো ভাবে বোঝা যাচ্ছে।

প্রসঙ্গত কিছু দেশে স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 প্রাইম ফোনটি গ‍্যালাক্সি জে6 প্লাস নামেও লঞ্চ করা হতে পারে। নাম থেকেই বোঝা যায় গ‍্যালাক্সি জে6 প্রাইম/গ‍্যালাক্সি জে6 প্লাস এবছর লঞ্চ করা গ‍্যালাক্সি জে6 এর‌ই আপগ্ৰেড ভার্সন।

ফোটোয় ফোনটির যে ডিজাইন দেখানো হয়েছে সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 প্লাসে ইনফিনিটি ডিসপ্লে দেখা যাবে। স‍্যামসাং সাধারণত 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত স্ক্রিন ব‍্যবহার করে। এই ফোনের বেজল‌ও আগের গ‍্যালাক্সি জে6 মডেলের চেয়ে অনেক কম। এই ফোনের অন‍্যতম বিশেষত্ব হল ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফি ক‍্যামেরার সঙ্গে সফ্ট ফ্ল‍্যাশ দেওয়া হবে।

ক‍্যামেরার দিক থেকে স‍্যামসাং গ‍্যালাক্সি জে6 প্লাস তার আগের মডেলের চেয়ে অনেক আপগ্ৰেডেড। ব‍্যাক প‍্যানেলে ভার্টিকাল শেপে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে যেখানে আগের ফোনে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা ছিল। এই ফোনের অন্য একটি ফিচার হল এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হবে না। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ফোনেডানদিকের প‍্যানেলে দেওয়া পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার থাকবে। এর আগে সোনীর কিছু দামী ফোনে এই ফিচার দেখা গেছে। তবে স‍্যামসাঙের ক্ষেত্রে এটিই প্রথম বার হবে।

ফোনটির ফোটোয় নিচের দিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বামদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন আছে। ফোনটি পলিকার্বনেট ইউনিবডি ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হতে পারে এবং এতে 6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। ফোনটি দৈর্ঘ্যে প্রস্থে 161.6 × 77 এম‌এম এবং চ‌ওড়ায় 8.2 এম‌এম হতে পারে।

এতদিন যে লিক পাওয়া গেছে তা থেকে জানা যায় গ‍্যালাক্সি জে6 প্রাইমে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট দেওয়া হতে পারে। পুরোনো গ‍্যালাক্সি জে6 এক্সনোস 7870 চিপসেটে রান করত। এর সঙ্গে ফোনটি 3 জিবি র‍্যাম+ 32 জিবি মেমরি ও 4 জিবি র‍্যাম + 64 জিবি মেমরির দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানি ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওর সঙ্গে পেশ করতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে। লিক অনুযায়ী ফোনটি সর্বপ্রথম ভারতে লঞ্চ করতে পারে এবং পরে অন‍্যান‍্য দেশে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here