48 MP কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Infinix Note 7 সিরিজ

স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Infinix তাদের Infinix Note 7 সিরিজে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে Infinix Note 7 এবং Infinix Note 7 Lite ফোনদুটি লিস্টেড করে দিয়েছে। কিন্তু এই লিস্টিঙে ফোনদুটির দাম ও সেল সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এই দুটি ফোন‌ই কোম্পানির পক্ষ থেকে বড় স্ক্রিন, 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা ও বড় ব‍্যাটারীর সঙ্গে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: Vodafone-Idea ইউজারদের স্বস্তি, বেড়ে গেল প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি

ডিজাইন

Infinix Note 7 এবং Infinix Note 7 Lite এই দুটি ফোনেই পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। Infinix Note 7 এর ব‍্যাক প‍্যানেলে গোল শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। তবে Infinix Note 7 Lite এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপটি আয়তাকার শেপের।

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য দুটি ফোনেই কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Infinix Note 7 এবং Infinix Note 7 Lite এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি লো লাইট ক‍্যামেরা লেন্স আছে। তবে ফোনদুটির ফ্রন্ট ক‍্যামেরার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। Infinix Note 7 এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা এবং Infinix Note 7 Lite এ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 64 MP ক‍্যামেরা এবং Kirin 820 5G প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Honor 30S, জেনে ফোনটি সম্পর্কে সবকিছু

ব‍্যাটারী

কোম্পানি তাদের দুটি ফোনেই 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করেছে। তবে Infinix Note 7 এর ব‍্যাটারী 18 ওয়াটের র‍্যাপিড চার্জ সাপোর্ট করে এবং Infinix Note 7 Lite 10 ওয়াট র‍্যাপিড চার্জ সাপোর্টেড। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই দুটি ফোনের ব‍্যাটারীই একবার পুরোপুরি চার্জ করে 4 দিন পর্যন্ত ব‍্যাক‌আপ দিতে সক্ষম।

Infinix Note 7 এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Infinix Note 7 ফোনটি 6.95 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ইনফিনিটি ও প‍্যানেলের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটির স্ক্রিন রেজলিউশন 720 × 1640 পিক্সেল এবং এর আসপেক্ট রেশিও 20.5:9। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি70 চিপসেটে রান করে। Infinix Note 7 এ 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 5000 mAh ব‍্যাটারী ও 4 GB RAM এর সঙ্গে লঞ্চ হল Honor এর সস্তা স্মার্টফোন Play 9A

Infinix Note 7 Lite এর স্পেসিফিকেশন

Infinix Note 7 Lite এ 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনটিতেও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here