Exclusive : খুব তাড়াতাড়ি অফলাইন স্টোরে পাওয়া যাবে Vivo Z1x

এবছর জুলাই মাসে টেক কোম্পানি Vivo তাদের Z সিরিজের সূচনা করেছিল। এই সিরিজে কোম্পানি সর্বপ্রথম Vivo Z1 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। কোম্পানি তাদের জেড সিরিজের এই ফোনটি বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করেছিল। এর পরে কোম্পানি এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন Vivo Z1x পেশ করে। এই ফোনটি গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ করা হয় এবং ফোনটি ফ্লিপকার্টে বেচা হত। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটযুক্ত এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে এবং 15,000 টাকার বাজেটে এই ফোনটি সেল করা হচ্ছে। ভিভো ফ‍্যানদের জন্য এই মুহূর্তে সুখবর এই যে Vivo Z1x ফোনটি আগামী দিনে অফলাইন রিটেইল স্টোরেও সেল করা হবে। আমরা এবিষয়ে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। 

অ্যান্ড্রয়েড 10 ও স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে OnePlus 7T Pro লঞ্চ, শক্তিশালী এই ফোনের কোনো তুলনা নেই

নাম না জানানোর শর্তে রাজি হয়ে কোম্পানির এক কর্মচারী জানান যে, “শাওমির অনুকরণে তৈরি ভিভো জেড সিরিজের স্মার্টফোন অনেক দিন থেকেই অফলাইন মার্কেটে পেশ করার চিন্তা ভাবনা করা হচ্ছিল, কিন্তু এখন এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। সবার আগে অফলাইন স্টোরে Vivo Z1x নিয়ে আসা হবে। কোম্পানি এই ফোনটির 8 জিবি র‍্যাম মডেল আনতে চলেছে। এই কারণেই এই বাজেটে আগে থেকে লঞ্চ করা Vivo S1 এর দাম কমানো হয়েছে।”

তিনি আর‌ও জানান যে, “অফলাইন মার্কেটের ক্ষেত্রে এতদিন কোম্পানির শুধুমাত্র 6 জিবি র‍্যাম এবং 64 জিবি ও 128 জিবি স্টোরেজযুক্ত স্মার্টফোন বেচা হত। কিন্তু এবার কোম্পানি অফলাইন স্টোরে কম রেঞ্জে 8 জিবি র‍্যামযুক্ত স্মার্টফোন নিয়ে আসবে।”

64 মেগাপিক্সেলের দৌঁড়ে শাওমিকে হারাতে চলে এল Oppo K5, কড়া প্রতিযোগিতায় Redmi Note 8 Pro

Vivo Z1x স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo Z1x স্মার্টফোনে 6.38 ইঞ্চির 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত স্ক্রিন দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ছোট “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে যা কোম্পানি হ‍্যালো নচ নামে পেশ করেছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি Vivo Z1x এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের Sony IMX582 প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Z1x এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

ভারতে লঞ্চ হল Samsung এর সবচেয়ে শক্তিশালী ট‍্যাবলেট Galaxy Tab S6, ফিচার জেনে অবাক হতে হয়

Vivo Z1x ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে 10 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 616 জিপিইউ দেওয়া হয়েছে। ডুয়েল সিম‌ওয়ালা Vivo Z1x এ 4জি এলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 22.5 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ডেটা ট্রান্সফার এবং চার্জের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here