64 মেগাপিক্সেলের দৌঁড়ে শাওমিকে হারাতে চলে এল Oppo K5, কড়া প্রতিযোগিতায় Redmi Note 8 Pro

Oppo গতকাল চীনের মার্কেটে Reno Ace এর সঙ্গে Oppo K5 নামে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। Oppo K5 ফোনটি গ্ৰেডিয়েন্ট ব‍্যাক প‍্যানেল এবং 3ডি কার্ভড গ্লাস প্রোটেকশনযুক্ত করে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি কোম্পানির লঞ্চ করা Oppo K3 ফোনটির আপগ্ৰেডেড ভেরিয়েন্ট। চলুন ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। 

6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম

দাম

কোম্পানি Oppo K5 ফোনটিও Reno Ace এর মতোই তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম RMB 1,899 (প্রায় 18,000 টাকা), 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম RMB 2,099 (প্রায় 20,000 টাকা) এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম RMB 2,499 (প্রায় 24,000 টাকা) রাখা হয়েছে। কোম্পানি ফোনটি তিনটি কালার গ্ৰিন, ব্লু ও হোয়াইট ভেরিয়েন্টে পেশ করেছে। আগামী 17 অক্টোবর থেকে Oppo K5 ফোনটি চীনে সেল করা হবে। 

স্পেসিফিকেশন

Oppo K5 এ 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লেযুক্ত যার সঙ্গে ওয়াটারড্রপ নচ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6 সহ পেশ করা হয়েছে যা এই ফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করে। গেম প্রেমীদের কথা মাথায় রেখে এই ফোনে গেম বুস্ট 2.0 দেওয়া হয়েছে। 

Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

ফোটোগ্ৰাফির জন্য Oppo K5 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত স‍্যামসাঙের GW1 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে যা 119 ডিগ্রি।ফিল্ড অফ ভিউ দিতে পারে, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। Oppo K5 এ সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here