অ্যান্ড্রয়েড 10 ও স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে OnePlus 7T Pro লঞ্চ, শক্তিশালী এই ফোনের কোনো তুলনা নেই

ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত বিখ্যাত টেক কোম্পানি OnePlus বেশ কিছু দিন আগে ভারতীয় মার্কেটে তাদের অসাধারণ স্মার্টফোন OnePlus 7T লঞ্চ করেছিল।  OnePlus 7T এর সফলতার পর কোম্পানি এই ফোনটির জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই সিরিজে একটি নতুন ডিভাইস  OnePlus 7T Pro ভারতীয় বাজারে লঞ্চ করেছে। সুন্দর লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত এই ফোনটি এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ হ‌ওয়া হাতে গোনা কয়েকটি ফোনের মধ্যে একটি। কোম্পানি এই ফোনটির সঙ্গে সঙ্গে McLaren Edition ও পেশ করেছে, যা OnePlus 7T Pro এর‌ই একটি ভেরিয়েন্ট এবং দুটি ফোনের স্পেসিফিকেশন প্রায় এক। চলুন জেনে নেওয়া যাক OnePlus 7T Pro এর স্পেসিফিকেশন, দাম ও সেল সম্পর্কে। 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung এর সবচেয়ে শক্তিশালী ট‍্যাবলেট Galaxy Tab S6, ফিচার জেনে অবাক হতে হয়

OnePlus 7T Pro McLaren Edition 

OnePlus 7T Pro এর McLaren Edition ম‍্যাকল‍্যারেনের বিখ্যাত “পাপায়া” অরেঞ্জ কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 90 হার্টস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে টেকচার প‍্যাটার্ন দেখা যাবে এবং নিচে ও সাইডে অরেঞ্জ অ্যাকসেন্ট লক্ষণীয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি গত বছর কোম্পানি OnePlus 6T Pro McLaren Edition ও লঞ্চ করেছিল। 

OnePlus 7T Pro 

OnePlus 7T Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 3120 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.67 ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ডিসপ্লেকে ফ্লুইড এমোলেড ডিসপ্লে নাম দিয়েছে যা এইচডিআর10+ এর সঙ্গে 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য 3ডি কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করা হয়েছে। 

আরও পড়ুন: লঞ্চ হল বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জ হ‌ওয়া স্মার্টফোন Oppo Reno Ace, এতে আছে শক্তিশালী প্রসেসর এবং 12 জিবি র‍্যাম

ফোটোগ্ৰাফির জন্য OnePlus 7T Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা আইওএস ফিচারযুক্ত। এর সঙ্গে এই সেট‌আপে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OnePlus 7T Pro তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

কোম্পানির পক্ষ থেকে OnePlus 7T Pro ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্সিজেন ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855+ আছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য  OnePlus 7T Pro তে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: 6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম

OnePlus 7T Pro ফোনটি কোম্পানির তরফ থেকে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে। এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। OnePlus 7T Pro তে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। OnePlus 7T Pro তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,085 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

দাম ও সেল

কোম্পানি OnePlus 7T Pro ফোনটি 53,999 টাকা এবং OnePlus 7T Pro McLaren Edition ফোনটি 58,999 টাকা দামে লঞ্চ করেছে। এর সঙ্গে কোম্পানি এই ইভেন্টের মঞ্চে OnePlus Bullet ওয়ারলেস ইয়ারফোন অলিভ গ্ৰিন কালার ভেরিয়েন্টে পেশ করেছে। OnePlus 7T Pro ফোনটি এক্সক্লুসিভ OnePlus স্টোরে আজ দুপুর 12টায় সেল করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 12 অক্টোবর amazon.in, oneplus.in এবং OnePlus অফলাইন স্টোরে দুপুর 12টায় সেল করা হবে। 

আরও পড়ুন: Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

এছাড়া OnePlus 7T Pro McLaren Edition ওয়ানপ্লাস রিটেইল স্টোরে প্রিবুক করা যাবে। প্রিবুক করা গ্ৰাহকরা আগামী 18 অক্টোবর থেকে তাদের ফোন পাবেন, যার সঙ্গে Type-C Bullets ইয়ারফোন ফ্রিতে দেওয়া হবে। এছাড়া অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে আগামী 5 নভেম্বর দুপুর 12টা থেকে ফোনটির ওপেন সেল শুরু হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here