ভারতে লঞ্চ হল Samsung এর সবচেয়ে শক্তিশালী ট‍্যাবলেট Galaxy Tab S6, ফিচার জেনে অবাক হতে হয়

Samsung গত মাসে আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল মঞ্চে তাদের শক্তিশালী ট‍্যাবলেট ডিভাইস Galaxy Tab S6 লঞ্চ করেছিল যা অত্যন্ত অ্যাডভান্স হ‌ওয়ার সঙ্গে সঙ্গে অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত। গতকাল ভারতীয় বাজারে এই ডিভাইস পেশ করে কোম্পানি Galaxy Tab S6 লঞ্চ করে দিয়েছে। স‍্যামসাং তাদের লেটেস্ট ট‍্যাবলেট ডিভাইস 59,000 টাকা দামে ভারতে পেশ করেছে। Samsung Galaxy Tab S6 আজ অর্থাৎ 11 অক্টোবর থেকে ভারতে সেল করা শুরু হবে এবং এই ডিভাইসটি অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে সঙ্গে অফলাইন স্টোরেও বেচা হবে। 

6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম

স্পেসিফিকেশন

Samsung Galaxy Tab S6 ট‍্যাবলেটটি 16:10 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2560 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 10.5 ইঞ্চির WQXGA সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। এই ট্যাবলেট ডিভাইসটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ওয়ান‌ইউআই 1.5 যুক্ত যা 7 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 এ রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ডিভাইসে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে। 

ভারতে Samsung Galaxy Tab S6 ট‍্যাবলেট 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। এই ট‍্যাবলেটের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy Tab S6 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ট‍্যাবলেটে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Tab S6 এ ওয়াইফাই 802.11সি, ব্লুটুথ 5.0 এবং জিপিএস অপশন আছে। কোম্পানি তাদের এই ডিভাইসে গেম বুস্টার ফিচার যোগ করেছে যা গেমিং পারফরম্যান্স হাই কোয়ালিটির করে তোলে। সিকিউরিটির জন্য Samsung Galaxy Tab S6 এ ইন ডিসপ্লে অপ্টিক‍্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ট‍্যাবলেটে 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 7,040 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

Samsung Galaxy Tab S6 এ অসাধারণ ফিচারযুক্ত S-Pen দেওয়া হয়েছে, যার মধ্যে দেওয়া ব্লুটুথ কানেক্টিভিটির সাহায্যে ট‍্যাবলেটে মিউজিক এবং মিডিয়ার সঙ্গে সঙ্গে ক‍্যামেরাও অ্যাকসেস করা যায়। এই ডিভাইসে ডলবি এটমস সাপোর্টেড AKG-tuned কোয়াড স্পীকার দেওয়া হয়েছে। কোম্পানি এই ডিভাইসটি Samsung DeX ফিচারের সঙ্গে পেশ করা হয়েছে। Samsung Galaxy Tab S6 এ ডেটা ট্রান্সফার এবং চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এই ট‍্যাবলেট ডিভাইসের ডায়মেনশন 244.5 × 159.5 × 5.7 এম‌এম এবং এটির ওজন 420 গ্ৰাম। 

আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন

দাম, সেল এবং অফার

Samsung Galaxy Tab S6 ট‍্যাবলেটটি ভারতে 59,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এইচডিএফসি ব‍্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই ট‍্যাবলেট কিনলে গ্ৰাহকদের 5,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। Samsung Galaxy Tab S6 এর সঙ্গে আলাদাভাবে ডিভাইস কীবোর্ড কভার দেওয়া হচ্ছে। এই কভারের দাম 10,999 টাকা কিন্তু প্রাথমিক লঞ্চ অফারে এই কীবোর্ড কভার 5,499 টাকা দামে পাওয়া যাচ্ছে এবং এর সঙ্গে 6 মাসের ইউটিউব প্রিমিয়াম মেম্বারশিপ‌ও পাওয়া যাবে। Samsung Galaxy Tab S6 ট‍্যাবলেট মাউন্টেন গ্ৰে এবং ক্লাউড ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 

Samsung Galaxy Watch 

Samsung গতকাল তাদের Galaxy Tab S6 ট‍্যাবলেটের সঙ্গে স্মার্ট ওয়াচ‌ও লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Galaxy Watch Active 2 যার অ্যালুমিনিয়াম ভেরিয়েন্টের দাম 26,990 টাকা এবং স্টেইনলেস স্টীল ভেরিয়েন্টের দাম 31,990 টাকা। Samsung Galaxy Watch Active 2 ব্ল‍্যাক, রোজ গোল্ড ও কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়া কোম্পানি ভারতীয় মার্কেটে Galaxy Watch Active LTE ও নিয়ে এসেছে। এই স্মার্ট ওয়াচের 46 এম‌এম মডেল 30,990 টাকা এবং 42 এম‌এম মডেলের দাম 28,490 টাকা রাখা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here