Home কৌশল Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার?

Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার?

অনেক দিন ধরেই ভারতসহ গোটা বিশ্বে ইউজারদের ডেটা লিক হ‌ওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অ্যাপ্লিকেশন থেকে ইউজারদের ডেটা লিক হ‌ওয়া আজকাল খুবই সাধারণ একটি ঘটনা বললেও খুব একটা ভুল বলা হবে না। কয়েক দিন আগেই খবর পাওয়া গিয়েছিল ভারতীয় অ্যাপ Mobikwik এর বিপুল সংখ্যক ইউজারদের ডেটা লিক হয়ে গেছে। যদিও এক্ষেত্রে হ‍্যাকারদের হাত ছিল। এবার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ফেসবুকের ইউজারদের ডেটা লিকের কথা জানা গেছে। বলা হচ্ছে 533 মিলিয়ন অর্থাৎ প্রায় 53.30 কোটি ফেসবুক ইউজারদের ব‍্যাক্তিগত তথ্য হ‍্যাকার্স ফোরামে লিক হয়ে গেছে। এই ইউজারদের লিস্টে ভারতসহ 106টি দেশের নাগরিকদের নাম রয়েছে। একের পর এক এই ধরনের ঘটনার ফলে এখন গোপনীয়তা রক্ষা করা প্রায় দুঃসাধ্য হয়ে উঠছে। জানিয়ে রাখি এই ফেসবুক ডেটা লিকের চক্করে আপনার ডেটাও লিক হয়েছে কি না তা চেক করা যাবে। এর জন্য একটি পোর্টাল রয়েছে। এই পোস্টে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কিভাবে ইমেইল আইডির মাধ্যমে চেক করা যায় ফেসবুক ডেটা লিকে আপনার নাম আছে কি না।

লিক হয়েছে 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা

আগেই বলেছি লিক হ‌ওয়া ইউজারদের 106টি দেশের লিস্টে আমাদের দেশ ভারতের নাম‌ও রয়েছে। সব মিলিয়ে মোট 53.30 কোটি ইউজারদের ডেটা লিক হয়েছে। ইউজারদের বিভিন্ন ব‍্যাক্তিগত তথ্য যেমন নাম, ফোন নাম্বার, জন্ম তারিখ, লোকেশন, জেন্ডার, ব‍্যাবসা, ইমেইল অ্যাড্রেস ও রিলেশনশিপ স্ট‍্যাটাস লিক হয়েছে। মোট লিক হ‌ওয়া ইউজারদের মধ্যে আবার 61 লক্ষ মানুষ ভারতীয় ইউজার। লিক হ‌ওয়া ডেটা বিভিন্ন ধরনের খারাপ এমনকি অসামাজিক কাজেও ব‍্যবহৃত হতে পারে। এর মধ্যে আবার ফোন নাম্বার পর্যন্ত রয়েছে, যা যথেষ্ট চিন্তার বিষয়।

কিভাবে চেক করবেন?

ফেসবুক ডেটা ব্রিচে আপনার ডেটাও লিক হয়েছে কি না তা অত‍্যন্ত সহজেই চেক করা যায়। সিকিউরিটি রিসার্চার ট্রয় হন্ট অনেক আগে থেকেই কার্যকর একটি পোর্টাল তৈরি করে রেখেছে। একটি পোর্টালের মাধ্যমে সহজেই চেক করা যায় কোটি কোটি মানুষের লিস্টে নিজের নাম আছে কি না।

SAFE ME অ্যাপের মাধ্যমে চেক করুন ডেটা লিক

এছাড়া একটি অ্যাপ আছে, যার মাধ্যমে চেক করা যায় কখনও আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড লিক হয়েছে কি না। SAFE ME অ্যাপে তৎক্ষণাৎ চেক করা যায় কখনও ডেটা লিক হয়েছে কি না। এমনকি এই অ্যাপ অসুরক্ষিত পাসওয়ার্ড সম্পর্কেও অ্যালার্ট করে। কিছু ক্ষেত্রে এই অ্যাপ ডেটা লিকের সেন্সিটিভ সোর্সটিও চিহ্নিত করে দেয়।

ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত রাখবেন?

কয়েকটি পদ্ধতির মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট তুলনামূলক ভাবে সুরক্ষিত রাখা যায়।

ফেসবুকের বক্তব্য

ডেটা লিকের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, এটি 2019 এ রিপোর্ট করা একটি পুরোনো ডেটা। কোম্পানির পক্ষ থেকে 2019 এর আগস্ট মাসেই এই সমস‍্যার সমাধান করে দেওয়া হয়েছে। তবে এই নতুন ডেটা ব্রিচ সম্পর্কে ফেসবুক কিছুই জানায়নি।

হ‍্যাকারদের জন্য গুরুত্বপূর্ণ ইউজারদের ডেটা

সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স হডসন রকের সিটিও Alon Gal জানিয়েছেন, এই লিক হ‌ওয়া ডেটা পুরোনো হলেও এর মধ্যে হ‍্যাকারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এসবের অবৈধ ব‍্যবহার করে হ‍্যাকাররা ইউজারদের যথেষ্ট ক্ষতি করতে পারে।

জানুয়ারিতে লিক হয়েছিল 42 কোটি ইউজারদের ডেটা

এই বছর জানুয়ারি মাসে প্রায় 42 কোটি ফেসবুক ইউজারদের ডেটা লিক হ‌ওয়ার খবর পাওয়া গিয়েছিল। এমনকি সেইসব ইউজারদের ডেটা অনলাইনে সেল পরিবারের করা হয়েছে। জানিয়ে রাখি সেবার ইউজারদের ডেটা টেলিগ্ৰাম অ্যাপের বটের মাধ্যমে লিক হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন