Apple পাল্টালো চাল, নিজের ইন্ডিয়ান ফ‍্যানদের দিলো এরকম বড়ো ঝাটকা!

যদি কথা বলা হয় যে কোন ব্র‍্যান্ডে‌র মোবাইল ইউজার্স নিজের কোম্পানির প্রতি পুরো সৎ আর নিষ্ঠাবান হয়, তাহলে সবার উপরে হয়তো Apple এর নাম আসবে। যদি কোথাও তর্ক হয় যে Android Smartphone ভালো নাকি iOS এ চলা Apple এর iPhone, তাহলে আইফোন ইউজার অ্যাপেল‌কে কোনদিক থেকেই নীচু হতে দেবে না। কিন্তু অ্যাপেল‌কে পছন্দ করা এরকম ইন্ডিয়ান ফ‍্যানদের জন্য একটি খারাপ খবর সামনে এসেছে। Apple কোম্পানি ভারতে শুরু হতে চলা একটি প্রোজেক্ট আপাতত পিছিয়ে দিয়েছে। অ্যাপেল কোম্পানির ইন্ডিয়াতে বানানো নিজের প্রথম Offline Apple Store এর নির্মাণ স্থগিত করে দিয়েছে। এই স্টোরটি মুম্বাইয়ে খুলতো।

Apple Store এর নির্মাণ বিলম্বিত করার সম্পর্কে মিডিয়া রিপোর্টে সামনে এসেছে যে ইন্ডিয়াতে বানানো কোম্পানির প্রথম অফলাইন স্টোর নির্মাণ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে আর এখন এই স্টোরের নির্মাণ পরে করা হবে। যেই প্রোজেক্ট‌কে কোম্পানির পক্ষ থেকে স্থগিত করা হয়েছে সেটি অ্যাপেল কোম্পানির ইন্ডিয়াতে বানানো প্রথম অ্যাপেল স্টোর। এখনো পর্যন্ত অ্যাপেলের প্রোডাক্ট শুধুমাত্র কোম্পানির ওয়েবসাইট আর অন্য শপিং সাইটেই বিক্রি হতো। কিন্তু এই Offline Apple Store এর শুরু হ‌ওয়ার পরে কোম্পানির সেল আর ডিস্ট্রিবিউশনে অনেকটাই সাহায্য পেত। কোরোনা ভাইরাস এই প্রোজেক্ট স্থগিত হ‌ওয়ার কারন বলা হচ্ছে।

LG আর Apple এর ডিল

কোরিয়ান কোম্পানি এলজি আর আমেরিকার কোম্পানি অ্যাপেলের মাঝে কিছু দিন আগেই একটি ডিল হয়েছিল, যার ফলে সাউথ কোরিয়াতে থাকা এলজি স্টোরে অ্যাপেল প্রোডাক্ট করতে হতো। এই প্রোডাক্টে iPhones, iPads আর smartwatches এর সাথে অন‍্যান‍্য Apple wearables ডিভাইস‌ও থাকার কথা সামনে এসেছিল। আবার বিগত দিনে সামনে আসা খবর অনুযায়ী দুটি কোম্পানির মাঝে এই ডিলটি নিশ্চিত হয়ে গেছে আর এখন সাউথ কোরিয়াতে LG Stores এ Apple প্রোডাক্টস এবং iPhone বিক্রি করা যাবে। শোনা যাচ্ছে যে এলজি কোম্পানি iMac, Mac Pro আর Apple desktop Computers কে এই ডিল থেকে বাইরে রেখেছিল কারন এলজি স্টোরে কোম্পানি নিজের LG ‘Gram’ laptops বিক্রি করবে।

শুরুতে যখন এই ডিলের কথা সামনে এসেছিল, তখন LG কে ছোট উদ্যোগ আর মিডিয়াম স্কেল ডিস্ট্রিবিউশনের আলোচনা‌র শিকার হতে হয়েছিল। ব‍্যাবসায়ি আর রিটেল স্টোর মালিকরা এই ডিলকে ছোট বিজনেসের জন্য বিপদ জানিয়েছিল। কিন্তু এখন LG Electronics আর Korea Mobile Distribution Association এর মাঝে নতুন এগ্রিমেন্ট হয়েছে যার ফলে LG Stores এ Apple প্রোডাক্টস এবং iPhone বিক্রি করা যাবে। শর্ত অনুযায়ী Apple Products এর বিক্রি শুরু করার আগে এলজি এর ছোট ডিস্ট্রিবিউটারদের সামনে এটা বলতে হব যে কোম্পানি অ্যাপেল প্রোডাক্টের কত ইউনিট বিক্রি করার প্ল‍্যানিং করছে।

Samsung এর সমস্যা

বলে দিই যে Apple আর LG এর অংশিদারি‌তে Samsung এর সমস্যা হয়েছিল। স‍্যামসাং চাইছিল না যে এলজি স্টোরে অ্যাপেল প্রোডাক্ট বিক্রি করা হোক কারন এরকম করলে স‍্যামসাং এর মার্কেটে‌ও খারাপ প্রভাব পরবে। কোম্পানি 2018 তে এলজি আর স‍্যামসাং এর মাঝে হ‌ওয়া ডিলের দলিল দিয়েছিল, যার অনুযায়ী সাউথ কোরিয়াতে এলজি স্টোরে শুধুমাত্র এলজি মোবাইল ফোন আর স‍্যামসাং স্টোরে শুধুমাত্র স‍্যামসাং স্মার্টফোন‌ই বিক্রি করা হবে এটি ঠিক করা হয়েছিল। Samsung বলেছিল যে এলজি স্টোরে অ্যাপেল আইফোন বিক্রি করা হলে এই ডিলের আইনত উলঙ্ঘন হবে। অথচ অন‍্যদিকে LG বলেছিল যে যখন কোম্পানি নিজের মোবাইল বিজনেস থেকে‌ই বেরিয়ে গেছে তাহলে এই ডিলের কোনো মানে থাকে না আর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here